রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভিজিএফের চাল তুলে সুবিধাভোগীরা বিক্রি করে দিচ্ছেন। আজ বৃহস্পতিবার উপজেলার হোসেনগাঁও ইউনিয়ন পরিষদে ভিজিএফের বিনা মূল্যের চাল বিতরণ কেন্দ্রে সুবিধাভোগীদের চাল বিক্রির দৃশ্য দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের প্রধান ফটক থেকে নাম ধরে ধরে লোক ডেকে চাল বিতরণ করা হচ্ছে। অপর দিকে ইউনিয়ন পরিষদের ভেতরের মসজিদসংলগ্ন এলাকায় ডিজিটাল পাল্লা বসিয়ে ওজন করে ৩০ টাকা কেজি ধরে ফড়িয়ারা চাল কিনেছেন।
আজকের পত্রিকার এই প্রতিবেদকের সামনেই দুলাল নামে একজন ওজন করে ফড়িয়া আকতারের কাছে চাল বিক্রি করে দেন। চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চালগুলো মোটা, তা ছাড়া হাইব্রিড, তাই বিক্রি করে দিচ্ছি।’
একইভাবে আবু সুফিয়ান নামে আরেকজন সুবিধাভোগী চাল বিক্রি করে বস্তা ধরে দাঁড়িয়েছিলেন। তাঁর কাছে চাল বিক্রির কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘চাল বিক্রি করে চিনি–সেমাই কিনব। প্রতিবেদকের সামনেই অনন্ত ১০ জন সুবিধাভোগী চাল বিক্রি করেছেন।’
ফড়িয়া আকতার বলেন, ‘অনেকে এসে চাল বিক্রি করে দিচ্ছে, তাই আমরাও কিনছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ৩০ বস্তা চাল কিনেছি। কেনা চালের পরিমাণ হবে প্রায় ১ হাজার ৫০০ কেজি।’
উপজেলা ত্রাণ অফিস সূত্রে জানা গেছে, হোসেনগাঁও ইউনিয়নে ২ হাজার সুবিধাভোগীর মাঝে বিনা মূল্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়। ইউনিয়ন পরিষদেই চাল বিক্রির বিষয়ে জানতে হোসেনগাঁও ইউনিয়ন চেয়ারম্যান মতিউর রহমান মতির মোবাইল ফোনে একাধিকবার কল দিলে তিনি সাড়া দেননি।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, ‘চাল তো বিক্রি করার জন্য দেওয়া হয়নি। বিষয়টি দেখছি।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৬ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৬ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৭ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৮ ঘণ্টা আগে