Ajker Patrika

পঞ্চগড়ে মহানন্দার চরে বালুচাপা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে মহানন্দার চরে বালুচাপা অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মহানন্দা নদীর চরে বালুচাপা দেওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের জায়গীরজোত এলাকায় মহানন্দা নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।

শার্ট ও প্যান্ট পরা ওই ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে কাটা ও আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হত্যার পর নদীর চরে বালুচাপা দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

পুলিশ জানায়, আজ সকালে মহানন্দা নদীতে পাথর উত্তোলনের জন্য যাওয়ার পথে লোকজন নদীর চরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখে। পাশে ভেজা বালু দেখতে পেয়ে বালু সরাতেই একটি হাত বেরিয়ে আসে। পরে পুলিশ ও বিজিবিকে খবর দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে জানতে চাইলে তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার পর নদীর চরে তাঁকে বালুচাপা দিয়ে রাখা হয়েছে বলে আমরা ধারণা করছি। তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত