কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্রে ইলিশ শিকার ও নির্বিঘ্নে বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। তিন দিন ধরে জেলার সদর ও উলিপুর উপজেলাসহ ছয়টি উপজেলায় মা ইলিশ শিকারবিরোধী অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি মোবাইলকোর্টের অভিযানও বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র অববাহিকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। জেলা মৎস্য বিভাগ ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশাসহ সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা মৎস্য কর্মকর্তারা। অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলেসহ উপস্থিত সবাইকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার সরকারি নির্দেশনা মানার জন্য আহ্বান জানান। এ ছাড়া অভিযানে টাস্কফোর্স কমিটি নদীভাঙন, চরের নাগরিকদের শিক্ষাব্যবস্থাসহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে অবদান রাখার আহ্বান জানায়।
এদিকে জেলার মৎস্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সারা দিন জেলার সদর, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ। অবশিষ্ট জাল উলিপুর, চিলমারী ও রৌমারীতে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ১২ কেজি ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আরও জানা যায়, শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহের অভিযানে জেলার নদ-নদী থেকে লক্ষাধিক মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২৯ হাজার টাকা। এর মধ্যে গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ৮৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় বলেন, ‘শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ লাখ ৪০ হাজার ৮০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোট ৪০টি অভিযানে ১১টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৫ কেজি ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
ব্রহ্মপুত্রে ইলিশ শিকার ও নির্বিঘ্নে বিক্রির প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। তিন দিন ধরে জেলার সদর ও উলিপুর উপজেলাসহ ছয়টি উপজেলায় মা ইলিশ শিকারবিরোধী অভিযান জোরদার করেছে মৎস্য বিভাগ। পাশাপাশি মোবাইলকোর্টের অভিযানও বাড়ানো হয়েছে।
গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র অববাহিকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ইলিশ সম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটি। জেলা মৎস্য বিভাগ ও জেলা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।
অভিযানে ইলিশসম্পদ উন্নয়নসংক্রান্ত জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ অভিযানে ধরলা ও ব্রহ্মপুত্র নদের বিভিন্ন অঞ্চলে অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিমের নেতৃত্বে টাস্কফোর্সের বিশেষ অভিযানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায়, উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শোভন রাংশাসহ সদর, উলিপুর ও নাগেশ্বরী উপজেলা মৎস্য কর্মকর্তারা। অভিযানে জেলা প্রশাসক ও পুলিশ সুপার স্থানীয় জেলেসহ উপস্থিত সবাইকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ শিকার থেকে বিরত থাকার সরকারি নির্দেশনা মানার জন্য আহ্বান জানান। এ ছাড়া অভিযানে টাস্কফোর্স কমিটি নদীভাঙন, চরের নাগরিকদের শিক্ষাব্যবস্থাসহ দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে অবদান রাখার আহ্বান জানায়।
এদিকে জেলার মৎস্য বিভাগ জানিয়েছে, শুক্রবার সারা দিন জেলার সদর, উলিপুর, চিলমারী ও রৌমারী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে ব্রহ্মপুত্র নদ থেকে প্রায় ৬০ হাজার মিটার জাল জব্দ করে মৎস্য বিভাগ। অবশিষ্ট জাল উলিপুর, চিলমারী ও রৌমারীতে উদ্ধার করা হয়। অভিযানে উদ্ধার হওয়া ১২ কেজি ইলিশ স্থানীয় দুটি মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।
আরও জানা যায়, শুক্রবার পর্যন্ত গত এক সপ্তাহের অভিযানে জেলার নদ-নদী থেকে লক্ষাধিক মিটার ইলিশ ধরার জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ১৫ লাখ ২৯ হাজার টাকা। এর মধ্যে গতকাল শুক্রবার ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে ৮৮ হাজার ৫০০ মিটার জাল জব্দ করেছে মৎস্য বিভাগ, যার বাজারমূল্য প্রায় ৬ লাখ ৯০ হাজার টাকা। পরে জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা (ডিএফও) কালিপদ রায় বলেন, ‘শুক্রবার পর্যন্ত পরিচালিত অভিযানে ১ লাখ ৪০ হাজার ৮০০ মিটার ইলিশ জাল জব্দ করা হয়েছে, যার বাজারমূল্য ১৫ লাখ ২৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া মোট ৪০টি অভিযানে ১১টি মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় মোট ৫৫ কেজি ইলিশ জব্দ করে তা বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
২ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
২ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৪ ঘণ্টা আগে