নিজস্ব প্রতিবেদক, সাঘাটা (গাইবান্ধা) থেকে
নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। আজ বুধবার সকালে সাঘাটার ফলিয়াদীঘির দাখিল মাদ্রাসায় ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহমুদ হাসান রিপন জানান, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
এ নির্বাচনে জয়ের বিষয়ে রিপন বলেন, ‘সাঘাটার ফুলছড়ির মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। শেখ হাসিনার পক্ষে ভোট দেবেন। নৌকাকে জয়ী করবেন।’
গত ১২ অক্টোবর ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই এই ভোট বন্ধ ঘোষণা করেন।
ভোট বন্ধ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন৷ এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করে আউয়াল কমিশন।
গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই) ও ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে বরখাস্তসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
নিজের ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহমুদ হাসান রিপন। আজ বুধবার সকালে সাঘাটার ফলিয়াদীঘির দাখিল মাদ্রাসায় ভোট দিয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মাহমুদ হাসান রিপন জানান, উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিচ্ছে। এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।
এ নির্বাচনে জয়ের বিষয়ে রিপন বলেন, ‘সাঘাটার ফুলছড়ির মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবেন। শেখ হাসিনার পক্ষে ভোট দেবেন। নৌকাকে জয়ী করবেন।’
গত ১২ অক্টোবর ভোটে অনিয়ম ধরা পড়লে ভোট গ্রহণের চার ঘণ্টার মাথায় ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৫১টি ভোটকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে ভোট শেষের দেড় ঘণ্টা আগেই এই ভোট বন্ধ ঘোষণা করেন।
ভোট বন্ধ ঘোষণার পর রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনার মুখে পড়ে বর্তমান কমিশন৷ এরপর এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই তদন্ত কমিটি করে আউয়াল কমিশন।
গত জুলাইয়ে সংসদের সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়ার মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। গাইবান্ধা-৫ উপনির্বাচনে অনিয়ম ও দায়িত্বে অবহেলার প্রমাণ মেলায় রিটার্নিং কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশের পাঁচ উপপরিদর্শক (এসআই) ও ভোটগ্রহণ কর্মকর্তাসহ ১৩৪ জনের বিরুদ্ধে বরখাস্তসহ নির্বাচন কর্মকর্তা বিশেষ আইন অনুসারে বিভিন্ন মেয়াদে শাস্তির সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বাবা স্থানীয় পর্যায়ে ঠিকাদারি লাইসেন্স নিয়েছিলেন। এ নিয়ে সংবাদ, বিতর্ক ও সমালোচনা শুরু হলে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক পোস্টে বিষয়টি নিয়ে ক্ষমা প্রার্থনা করেন উপদেষ্টা আসিফ। তিনি পোস্টে লেখেন, তাঁর বাবা বিষয়টি
২১ মিনিট আগেবরগুনার পাথরঘাটার বঙ্গোপসাগরের মোহনা সুন্দরবন সংলগ্ন বিহঙ্গ দ্বীপে (ধানসির চর) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় জেলে ও বন বিভাগের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার বিকেল ৫টায় দিকে।
২৬ মিনিট আগেনাটোরের লালপুরে এক আইনজীবীর বাড়িতে মুখোশধারী ডাকাতদল হামলা চালিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আইনজীবীসহ তিনজন।
২ ঘণ্টা আগেরাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল ঠেকাতে পরিচালিত বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বুধবার রাতে পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুখপাত্র তালেবুর রহমান।
২ ঘণ্টা আগে