Ajker Patrika

জাতীয় বিশ্ববিদ্যালয়: উলিপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১: ৫১
জাতীয় বিশ্ববিদ্যালয়: উলিপুরে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষ (বিএ ও বিএসএস) ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ডিগ্রি পর্যায়ে ফরম পূরণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফি সর্বোচ্চ ২ হাজার টাকা। কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীপ্রতি ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। উপজেলার পাঁচপীর ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটেছে।

পাঁচপীর ডিগ্রি কলেজের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, কোন শিক্ষার্থী কত টাকা দিয়ে ফরম পূরণ করবে, তা কলেজের নোটিশ বোর্ডে নাম ও রেজিস্ট্রেশন নম্বরসহ টাঙিয়ে দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সবার কাছে ৫ হাজার ৭৫০ টাকা করে আদায় করা হচ্ছে। যেহেতু আমাদের পরীক্ষা দিতেই হবে তাই বাধ্য হয়ে দ্বিগুণের বেশি টাকা দিয়ে ফরম পূরণ করতে হচ্ছে। অনেক শিক্ষার্থী কিছু টাকা কম নেওয়ার জন্য অনুরোধ করলেও শিক্ষকেরা কোনো কথাই শোনেনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচপীর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজয় কুমার সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। এ বিষয়ে ইউএনও আতাউর রহমান বলেন, ‘এ রকম কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত