গাইবান্ধায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসসহ আটক ৩৫ 

গাইবান্ধা প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৫: ৩৫
Thumbnail image

গাইবান্ধায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোনের মাধ্যমে অবৈধ উপায়ে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করেছে র‍্যাব-১৩। 

আজ শুক্রবার বিকেলে দৈনিক আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ গাইবান্ধার ক্যাম্প কমান্ডার এএসপি মোস্তাফিজুর রহমান। এর আগে সকাল ১০টায় গাইবান্ধা জেলার বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় তাঁদের আটক করা হয়। 

মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষা দেওয়ার সময় ৩৫ জন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাঁদের কাছ থেকে ২২টি মাস্টার কার্ড, ১৯টি ব্লুটুথ এবং ১৬টি মোবাইল ফোন ও ব্যাংক চেক জব্দ করা হয়। 

এদিকে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের অভিযোগে নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহরের বিভিন্ন পরীক্ষাকেন্দ্র থেকে তিন পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত