লালমনিরহাটে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ২১: ১১

লালমনিরহাটের আদিতমারীতে আঁখি মনি (১৯) নামে নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার উপজেলার ফায়ার সার্ভিস এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। 

মৃত আঁখি ওই এলাকার সৌদিপ্রবাসী শাকিল মিয়ার স্ত্রী এবং লালমনিরহাট পৌরসভার দক্ষিণ বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা নেওয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, দেশে থাকার সময় শাকিল মিয়ার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান আঁখি মনি। পরে শাকিল মিয়া সৌদি আরবে পাড়ি জমান। আট মাস আগে বিয়ের দাবিতে আঁখি মনি প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়। শেষে পরিবারের সিদ্ধান্তে শাকিল মিয়ার সঙ্গে ভার্চুয়াল বিয়ে হয় আঁখির। স্বামী সৌদিতে থাকলেও বিয়ের দিন থেকে আঁখি স্বামীর বাড়িতে থাকেন। 

শুক্রবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান আঁখি। শনিবার সকালে তার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে থানা-পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় তার হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ। এতে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করলেও মরদেহ মর্গে না পাঠানোর অনুরোধ জানায় আঁখি মনি। 

থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, ‘চিরকুটে কারও বিরুদ্ধে অভিযোগ করেননি। তবে মরদেহ মর্গে নিয়ে না কাটার অনুরোধ জানায়। এ ঘটনায় আঁখির পরিবার তার শ্বশুর–শাশুড়ির বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ করেছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত