গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রংপুর-১ আসনসহ আওয়ামী লীগে ২৯৮ জন এবং জাতীয় পার্টিতে ২৮৭ জনকে মনোনীত করা হয়েছে। তবে জোটের অংশীজন হয়ে রংপুর-১ আসনটি আবারও হারানোর আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।
দলের নেতা-কর্মীরা বলছেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে মহাজোটের জটে আটকা পড়েছে। ফলে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেলেও আটকে যায় নৌকা প্রতীক। নৌকাবিহীন নির্বাচনে লাঙ্গল প্রতীকেই ভোট দেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা, যা স্থানীয় আওয়ামী লীগকে দলীয় সংসদ সদস্য থেকে বঞ্চিত রেখেছে। এ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানলেও তাঁদের কারও মনেই স্বস্তি নেই। তাঁদের এমন আক্ষেপ এক দশকেরও বেশি সময় ধরে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে এবারও আমাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগতে পারে। এটাই আমাদের দুশ্চিন্তার কারণ। তবে যাই হোক, দল যেহেতু করি, দলীয় নির্দেশ তো মেনে চলতেই হবে।’
অন্যদিকে একই শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহাজোটের কারণে আমাদের কেবল ত্যাগই বাড়ছে, প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকছে। তাই আমরা দলীয় প্রধানের কাছে আশা করব, এবার যেন আমাদের আর ত্যাগ করতে না হয়। এবার যেন নৌকায় ভোট দিতে পারি।’
এবারে রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত সোমবার (২৭ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা রিটার্নিং (নির্বাহী) অফিসারের কার্যালয় থেকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নৌকা প্রতীকের এই মনোনয়নপত্র দাখিলও করা হবে। ১৭ নভেম্বর প্রতীক ঘোষণার দিন পর্যন্ত এই মনোনয়নপত্র বহাল থাকবে কি না, সে নিয়েও আতঙ্কে রয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে নিজেদের প্রার্থী দেওয়ার ঘোষণা দিলেও রংপুর-১ আসনসহ আওয়ামী লীগে ২৯৮ জন এবং জাতীয় পার্টিতে ২৮৭ জনকে মনোনীত করা হয়েছে। তবে জোটের অংশীজন হয়ে রংপুর-১ আসনটি আবারও হারানোর আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মী-সমর্থকেরা।
আসনটিতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম রাজু। জাতীয় পার্টি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান জি এম কাদেরের ভাতিজা আসিফ শাহরিয়ার।
দলের নেতা-কর্মীরা বলছেন, রংপুর-১ আসনটি দীর্ঘদিন ধরে মহাজোটের জটে আটকা পড়েছে। ফলে নৌকার মাঝি হিসেবে দলীয় মনোনয়ন পেলেও আটকে যায় নৌকা প্রতীক। নৌকাবিহীন নির্বাচনে লাঙ্গল প্রতীকেই ভোট দেন আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী-সমর্থকেরা, যা স্থানীয় আওয়ামী লীগকে দলীয় সংসদ সদস্য থেকে বঞ্চিত রেখেছে। এ ক্ষেত্রে স্থানীয় আওয়ামী লীগ দলীয় সিদ্ধান্ত মানলেও তাঁদের কারও মনেই স্বস্তি নেই। তাঁদের এমন আক্ষেপ এক দশকেরও বেশি সময় ধরে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামী লীগ সদস্য আজকের পত্রিকাকে বলেন, ‘বিগত নির্বাচনগুলোর দিকে তাকালে এবারও আমাদের লাঙ্গলে ভোট দেওয়া লাগতে পারে। এটাই আমাদের দুশ্চিন্তার কারণ। তবে যাই হোক, দল যেহেতু করি, দলীয় নির্দেশ তো মেনে চলতেই হবে।’
অন্যদিকে একই শর্তে কয়েকজন আওয়ামী লীগ নেতা বলেন, ‘মহাজোটের কারণে আমাদের কেবল ত্যাগই বাড়ছে, প্রাপ্তির খাতা প্রায় শূন্যই থাকছে। তাই আমরা দলীয় প্রধানের কাছে আশা করব, এবার যেন আমাদের আর ত্যাগ করতে না হয়। এবার যেন নৌকায় ভোট দিতে পারি।’
এবারে রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে গত সোমবার (২৭ নভেম্বর) গঙ্গাচড়া উপজেলা রিটার্নিং (নির্বাহী) অফিসারের কার্যালয় থেকে অ্যাডভোকেট রেজাউল করিম রাজুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। ৩০ নভেম্বরের মধ্যে নৌকা প্রতীকের এই মনোনয়নপত্র দাখিলও করা হবে। ১৭ নভেম্বর প্রতীক ঘোষণার দিন পর্যন্ত এই মনোনয়নপত্র বহাল থাকবে কি না, সে নিয়েও আতঙ্কে রয়েছেন দলীয় অনেক নেতা-কর্মী ও সমর্থক।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
২৮ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৩৪ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৩৪ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৪০ মিনিট আগে