নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেট সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে মন্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪ জনকে কর্মস্থলে অনুপস্থিত পান। অননুমোদিত অনুপস্থিত থাকায় মন্ত্রী তাৎক্ষণিক ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশের পর আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়- ‘মন্ত্রীর পরিদর্শনকালীন অফিসে উপস্থিত না থাকা দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল। সরকারি কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য তাকে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।’
এ ছাড়া একই কারণে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোছা. শামীমা বেগম ও নির্মল চন্দ্র দাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হোসেন আলীকেও বদলির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপপরিচালক (অ.দা) তপন কান্তি ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। বাকি তিনজনের অর্ডার এখনো আসেনি। বৃহস্পতিবার চলে আসবে।’
সাসপেন্ডের বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন, ‘আমি অফিশিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আসার খবরে আমি তড়িঘরি করে অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন, তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।’
তিন কর্মচারির বিষয়ে রেন্টু বলেন, ‘শামীমা ছুটিতে, নির্মল অফিসেই ছিল এবং হোসেন আলীর শ্বশুর মারা যাওয়ায় তাৎক্ষণিক মৌখিক অনুমোদন নিয়ে যায়।’
আজ বুধবার সকালে দুই দিনের সরকারি সফরে সিলেটে আসেন এ অঞ্চলেরই সন্তান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছান।
এয়ারপোর্ট থেকে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি চলে যান সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় পরিদর্শনে।
পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটি ভালো না। জনবল সংকট। ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।
জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো।’ এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সিলেট আমার জন্মভূমি। সিলেটের বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
পরে সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন মন্ত্রী।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী বুধবার বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সিলেট সফরে এসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে যান। সেখানে গিয়ে মন্ত্রী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ ৪ জনকে কর্মস্থলে অনুপস্থিত পান। অননুমোদিত অনুপস্থিত থাকায় মন্ত্রী তাৎক্ষণিক ৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
মন্ত্রীর নির্দেশের পর আজ বুধবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত আদেশে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্ত করা হয়।
আদেশে বলা হয়- ‘মন্ত্রীর পরিদর্শনকালীন অফিসে উপস্থিত না থাকা দায়িত্ব পালনে চরম অবহেলার শামিল। সরকারি কর্তব্যে অবহেলা ও দায়িত্বহীনতার জন্য তাকে নির্দেশক্রমে সাময়িক বরখাস্ত করা হল। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্ত হবেন।’
এ ছাড়া একই কারণে উপজেলা পরিবার পরিকল্পনা সহকারী মোছা. শামীমা বেগম ও নির্মল চন্দ্র দাস, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. হোসেন আলীকেও বদলির নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
বিষয়টি নিশ্চিত করে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সিলেটের উপপরিচালক (অ.দা) তপন কান্তি ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘রেন্টু পুরকায়স্থকে সাময়িক বরখাস্তের আদেশ আমরা পেয়েছি। বাকি তিনজনের অর্ডার এখনো আসেনি। বৃহস্পতিবার চলে আসবে।’
সাসপেন্ডের বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ বলেন, ‘আমি অফিশিয়াল কাজেই বাইরে ছিলাম। স্যার (স্বাস্থ্যমন্ত্রী) আসার খবরে আমি তড়িঘরি করে অফিসে ছুটে আসি। কিন্তু আমি আসার আগেই স্যার এসে পড়েছিলেন, তাই আমাকে অফিসে না পেয়ে এমন নির্দেশ দিয়েছেন। তবে স্যারের সঙ্গে আমার দেখা হয়েছে।’
তিন কর্মচারির বিষয়ে রেন্টু বলেন, ‘শামীমা ছুটিতে, নির্মল অফিসেই ছিল এবং হোসেন আলীর শ্বশুর মারা যাওয়ায় তাৎক্ষণিক মৌখিক অনুমোদন নিয়ে যায়।’
আজ বুধবার সকালে দুই দিনের সরকারি সফরে সিলেটে আসেন এ অঞ্চলেরই সন্তান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক এয়ারপোর্টে এসে পৌঁছান।
এয়ারপোর্ট থেকে স্বাস্থ্যমন্ত্রী সরাসরি চলে যান সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয় পরিদর্শনে।
পরিদর্শন শেষে ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন- জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুব একটি ভালো না। জনবল সংকট। ভবন সংস্কারও প্রয়োজন। সেখানে ডাক্তারদের উপস্থিতি কম থাকায় তাদেরকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া সেখানের পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে না পাওয়ায় তাকে সাসপেন্ড (সাময়িক বরখাস্ত) করা হয়েছে।
জৈন্তাপুর থেকে ফিরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা আশানুরূপ ভালো।’ এ সময় মন্ত্রী আরও বলেন, ‘সিলেট আমার জন্মভূমি। সিলেটের বিশ্বনাথে আমরা বাবা-মার বাড়ি। এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
পরে সন্ধ্যায় সিলেট সিটি করপোরেশনের সংবর্ধনায় সংবর্ধিত অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন মন্ত্রী।
এরআগে স্বাস্থ্যমন্ত্রী বুধবার বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউসে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন।
পরে তিনি দক্ষিণ সুরমায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জায়গা পরিদর্শন করেন।
এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায়, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকার বিটাক মোড়ে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। রোববার রাত ১০টা থেকে এ সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
১ ঘণ্টা আগেব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে আটক করেছে বিজিবি। আজ রোববার বিকেলে আখাউড়া স্থলবন্দর বিজিবি চেকপোস্ট থেকে তাঁকে আটক করে বিজিবি আইসিপি ক্যাম্পের টহলরত জওয়ানরা।
১ ঘণ্টা আগেপুরান ঢাকায় সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। আজ রোববার রাজধানীর ৩৫ এর অধিক কলেজের শিক্ষার্থীরা সোহরাওয়ার্দী কলেজে ভাঙচুর ও লুটপাট করার পর ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা ৫টার দিকে এ হামলা চালায়।
২ ঘণ্টা আগেচট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
২ ঘণ্টা আগে