সিলেটে ‘ছাত্রলীগ পরিচয়ে’ ছুরিকাঘাত করে গরু ছিনতাই 

সিলেট প্রতিনিধি
Thumbnail image

সিলেটে ছাত্রলীগ নেতাকর্মী পরিচয়ে পিক-আপ চালককে ছুরিকাঘাত করে গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

গতকাল বৃহস্পতিবার রাত ১২টার দিকে সিলেট নগরের নাইওরপুল এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোবহানীঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রিপন। 

সোবহানীঘাট ফাঁড়ির এসআই রিপন বলেন, সিলেটের গোয়াইনঘাট উপজেলা থেকে গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন পিক-আপে করে গরু নিয়ে আসছিলেন। পথে কিছু ছিনতাইকারী তাদের পথরোধ করে একটি গরু ছিনিয়ে নেয়। আজ শুক্রবার ওই গরুসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তার নাম বলা যাচ্ছে না। 

ভুক্তভোগী গরু ব্যবসায়ী ফারুক উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপাড় এলাকা থেকে পিক-আপ ভ্যানে করে ৬টি গরু আনছিলেন। গরু নিয়ে নগরে প্রবেশ করলে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক তাদের পথরোধ করেন। এ সময় তারা নিজেদের ছাত্রলীগের নেতাকর্মী বলে দাবি করেন। পরে পিক-আপে থাকা ছয়টি গরুর একটি ছিনিয়ে নেন তারা। পরে গরুর মালিককে ফোন করে চাঁদা দাবি করা হয়। এ সময় পিক-আপ চালককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

ড্রাইভারকে ছুরিকাঘাত করার ঘটনায় পুলিশ ও শ্রমিক নেতাদের মধ্যে বাকবিতন্ডার জের ধরে শ্রমিক নেতারা নাইওরপুল-সোবহানীঘাট রাস্তা অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসের ভিত্তিতে রাত ১টার দিকে তারা সড়ক থেকে অবরোধ তুলে নেন।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মোটরসাইকেলে করে আসা কয়েকজন যুবক একটি গরু ছিনতাই করে। পিকআপ চালকের অভিযোগ তারা নিজেদের ছাত্রলীগ নেতা হিসেবে পরিচয় দিয়েছে। এ ঘটনায় আহত পিকআপ চালককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছি।’

ঢাকার সমাবেশে থাকায় ছাত্রলীগের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আরও পড়ুন—

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত