Ajker Patrika

বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটে নববধূর লাশ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটে নববধূর লাশ উদ্ধার 

বিয়ের ১৭ দিনের মাথায় সিলেটের গোলাপগঞ্জে তানজিনা ইসলাম (২৫) নামে এক নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃতের স্বামীকে আটক করেছে পুলিশ। 

তানজিনা ইসলাম উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের বসন্তপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ কানিশাইল গ্রামের সৌদিপ্রবাসী হাবিবুর রহমান সাজুর স্ত্রী। 

পুলিশ জানায়, গত ২১ জুন পারিবারিকভাবে তাদের বিবাহ হয়। সোমবার রাতে তাদের (স্বামী-স্ত্রী) মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে তানজিনার লাশ ঝুলতে দেখে পরিবারের লোকজন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের কারণে তানজিনা আত্মহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। 

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ওই নববধূর স্বামীকে আটক করা হয়েছে। মৃতের পরিবারের পক্ষ থেকে মামলায় দায়েরের প্রস্তুতি চলছে। 

তাদের দাবি, পরিকল্পিতভাবে তানজিনাকে হত্যা করা হয়েছে ৷ তবে প্রাথমিকভাবে লক্ষণ দেখে ধারণা হচ্ছে, আত্মহত্যা। এর পেছনে অবশ্যই কারণ আছে। রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত