নিজস্ব প্রতিবেদক, সিলেট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজারে গণভোজের আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১৫ আগস্ট) গণভোজের আয়োজনে মানুষের ঢল নামে।
গণভোজে উপস্থিত হওয়া মানুষেরা জানান, নগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শাহজালাল ও শাহপরানের মাজারমুখী মানুষের ঢল নামে। দুপুর ২টায় গণভোজ শুরু হওয়ার কথা থাকলেও ১২টার দিকেই দুই ভেন্যু লোকারণ্য হয়ে পড়ে।
সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি ও শাহপরান থানা-পুলিশ।
জোহরের নামাজের পরপরই হজরত শাহজালালের মাজার মসজিদে শুরু হয় মিলাদ ও দোয়া মাহফিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরই দুই ভেন্যুতেই একযোগে খাবার পরিবেশন শুরু হয়। চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত।
হজরত শাহপরান (র.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আসরের নামজের পর। আয়োজকদের ধারণা, দুই ভেন্যুতে অন্তত ১৫ হাজারেরও বেশি মানুষ গণভোজে অংশগ্রহণ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবেই দুটি গণভোজ শেষ হয়েছে।
মিলাদ দোয়া ও গণভোজে উপস্থিত উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
এদিকে, আগের রাত থেকে দুই ভেন্যু হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার প্রাঙ্গণে প্যান্ডেল তৈরি, পরিস্কার পরিচ্ছন্নতা, বসার জায়গা, শামিয়ানা টানানো, রান্না-বান্না, মহিলাদের বসার জন্য বিশেষ স্থানের ব্যবস্থা ইত্যাদি সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তাঁদের মধ্যে ছিলেন—সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে হজরত শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজারে গণভোজের আয়োজন করেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। মঙ্গলবার (১৫ আগস্ট) গণভোজের আয়োজনে মানুষের ঢল নামে।
গণভোজে উপস্থিত হওয়া মানুষেরা জানান, নগরের বিভিন্ন পাড়া মহল্লা থেকে শাহজালাল ও শাহপরানের মাজারমুখী মানুষের ঢল নামে। দুপুর ২টায় গণভোজ শুরু হওয়ার কথা থাকলেও ১২টার দিকেই দুই ভেন্যু লোকারণ্য হয়ে পড়ে।
সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি ও শাহপরান থানা-পুলিশ।
জোহরের নামাজের পরপরই হজরত শাহজালালের মাজার মসজিদে শুরু হয় মিলাদ ও দোয়া মাহফিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপরই দুই ভেন্যুতেই একযোগে খাবার পরিবেশন শুরু হয়। চলে একটানা বিকেল ৫টা পর্যন্ত।
হজরত শাহপরান (র.) মাজার মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় আসরের নামজের পর। আয়োজকদের ধারণা, দুই ভেন্যুতে অন্তত ১৫ হাজারেরও বেশি মানুষ গণভোজে অংশগ্রহণ করেছেন। শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত সুশৃঙ্খলভাবেই দুটি গণভোজ শেষ হয়েছে।
মিলাদ দোয়া ও গণভোজে উপস্থিত উপস্থিত ছিলেন—আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, জেলা সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খানসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ।
এদিকে, আগের রাত থেকে দুই ভেন্যু হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.) এর মাজার প্রাঙ্গণে প্যান্ডেল তৈরি, পরিস্কার পরিচ্ছন্নতা, বসার জায়গা, শামিয়ানা টানানো, রান্না-বান্না, মহিলাদের বসার জন্য বিশেষ স্থানের ব্যবস্থা ইত্যাদি সার্বিক প্রস্তুতির কাজ শুরু করেন সংশ্লিষ্ট দায়িত্বশীলরা। তাঁদের মধ্যে ছিলেন—সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ এবং অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
রাজধানী ঢাকার যানজট কমাতে নেওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কাজ আবার শুরু হচ্ছে। সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) এই প্রকল্পের ঠিকাদারদের মধ্যে শেয়ার হস্তান্তর নিয়ে জটিলতা অবসানের পর শুরু হচ্ছে নতুন ধাপ, এতে গুরুত্ব দেওয়া হবে পান্থকুঞ্জ থেকে বুয়েট পর্যন্ত অংশ।
১ ঘণ্টা আগেথানা হলো জনসাধারণকে সেবা প্রদানের মূল কেন্দ্রস্থল। পুলিশের কাজ হচ্ছে জনগণকে সেবা দেওয়া। আমরা সম্মানিত নগরবাসীকে সর্বোচ্চ সেবা দিতে চাই। থানায় আসা একজন ব্যক্তিও যেন সেবা বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করতে হবে...
১ ঘণ্টা আগেঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
১০ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
১১ ঘণ্টা আগে