ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে ওই তরুণের মরদেহের সন্ধান পায় তাঁর পরিবার। মৃত তরুণ আলমগীর হোসেন (১৯) উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
মৃত তরুণের ফুপাতো ভাই আমিরুল ইসলাম বলেন, ‘আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। গত সোমবার রাতে নিখোঁজের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে রংঢংগা ওই এলাকায় থাকা স্বজনেরা জঙ্গলে আলমগীরের মরদেহের দেখেন। তাঁরা আলমগীরের পরিবারে মরদেহটির ছবি পাঠালে শনাক্ত করে।’
জিডি সূত্রে জানা গেছে, ছোট থেকেই আলমগীর তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিক থেকে নিখোঁজ হন আলমগীর।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’
সুনামগঞ্জের মধ্যনগরে নিখোঁজের আট দিন পর বাংলাদেশ সীমানা থেকে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকালে ভারতের মেঘালয় রাজ্যের রংঢংগা এলাকার একটি জঙ্গল থেকে ওই তরুণের মরদেহের সন্ধান পায় তাঁর পরিবার। মৃত তরুণ আলমগীর হোসেন (১৯) উপজেলার রূপনগর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।
মৃত তরুণের ফুপাতো ভাই আমিরুল ইসলাম বলেন, ‘আলমগীর নিখোঁজ হওয়ার পর আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেছি। গত সোমবার রাতে নিখোঁজের বড় ভাই জাহাঙ্গীর মিয়া বাদী হয়ে মধ্যনগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ সকালে রংঢংগা ওই এলাকায় থাকা স্বজনেরা জঙ্গলে আলমগীরের মরদেহের দেখেন। তাঁরা আলমগীরের পরিবারে মরদেহটির ছবি পাঠালে শনাক্ত করে।’
জিডি সূত্রে জানা গেছে, ছোট থেকেই আলমগীর তাঁর মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতেন। স্থানীয় একটি বিদ্যালয়ে সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিলেন তিনি। পরে পড়াশোনা বাদ দিয়ে সংসারের কাজে হাল ধরেছিলেন। গত ১৭ জুন বিকেল সাড়ে ৩টার দিক থেকে নিখোঁজ হন আলমগীর।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক বলেন, ‘নিহতের পারিবারিক সূত্রে আমাদের জানানো হয়েছে ভারতের ৩ কিলোমিটার অভ্যন্তরে আলমগীরের মরদেহের সন্ধান পাওয়া গেছে। আমরা বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বৈঠক করে মরদেহ ফিরিয়ে আনার ব্যবস্থা করব।’
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
৭ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
১৫ মিনিট আগেঅপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মোল্লা জালালকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার-১৩তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোর্শেদ আলম জামিন দেন।
২২ মিনিট আগেপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) তিন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে