Ajker Patrika

সারা দেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

শাবিপ্রবি প্রতিনিধি
সারা দেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাবিপ্রবিতে বিক্ষোভ, মহাসড়ক অবরোধ 

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারা দেশে ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন কোটাবিরোধী আন্দোলনকারীরা।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হতে থাকেন তাঁরা। পরে প্রক্টরিয়াল বডির বাধা উপেক্ষা করে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর একটি মিছিল এক কিলো সড়কে স্লোগান দিয়ে গোলচত্বরে সমাবেশে মিলিত হয়। পরে সেখান থেকে আবারও মিছিল নিয়ে প্রধান ফটকে সামনে এসে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন তাঁরা।

এতে ভোগান্তিতে পড়েন সাধারণ জনগণ। বিশৃঙ্খলা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আন্দোলনকারী শিক্ষার্থীদের হাতে লাঠিসোঁটা, বাঁশ নিয়ে অবস্থান করতে দেখা যায়।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’, ‘দালালি না রাজপথ, রাজপথ রাজপথ’, ‘চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’, আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না ‘সাস্টিয়ান সাস্টিয়ান, এক হও লড়াই করো’ ইত্যাদি স্লোগান দেন।

এর আগে বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শাহ পরাণ হল থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ সময় তাঁরা সারা দেশে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সচেতন থাকার অনুরোধ জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত