জাফলংয়ে পাহাড়ি রাস্তায় উল্টে গেল বাস

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 
আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫: ৪৭
Thumbnail image
বাস উল্টে ১০ যাত্রী আহত হয়েছেন। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পর্যটকবাহী বাস উল্টে গেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আজ শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে জাফলংয়ের বিজিবি ক্যাম্পের পাশের পাহাড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, আজ সকালে সিলেট সিটি করপোরেশন নগর এক্সপ্রেসের একটি মিনি বাস ২৩ জন নিয়ে সিলেট ভাতালিয়া বড় বাড়ি থেকে সকাল ৯টা ৪০ মিনিটের দিকে জাফলংয়ের উদ্দেশ্য পারিবারিক ভ্রমণে বের হয়। পরবর্তী সময় জাফলং বিজিবি ক্যাম্প পৌঁছালে গাড়ি পার্কিং করতে গিয়ে বাসটি উল্টে যায়।

বিষয়টি নিশ্চিত করে জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন বলেন, বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন গাড়িতে থাকা যাত্রীরা। গাড়িতে থাকা কয়েকজন হালকা আঘাত পেয়েছেন। তাঁদের উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এই স্থানটি পাহাড়ি এলাকা। সে জন্য এখানে গাড়ি পার্কিং করার সময় চালকদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত