বৈদ্যুতিক শর্ট সার্কিট: ওসমানীতে ফ্লাইট ব্যাহত

সিলেট প্রতিনিধি
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২১, ১১: ১০
আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ১৬

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হওয়ায় বৃহস্পতিবার রাতে দুটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে লাইটগুলো অকেজো হয়েছে বলে জানা গেছে। 

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুৎবিভ্রাট দেখা দেয়। এতে রানওয়ের লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি।’ 

তবে রাত ১০টার পর লাইট মেরামত করে রানওয়েকে আবারও ফ্লাইট ওঠানামার উপযোগী করে তোলা হয়েছে বলে জানান তিনি। 

বেসরকারি বিমান সংস্থা নভো এয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সন্ধ্যা ৭টায় ঢাকা থেকে সিলেটগামী নভো এয়ারের একটি ফ্লাইট ছিল। কিন্তু বৈদ্যুতিক গোলযোগের কারণে ক্লিয়ারেন্স না পাওয়ায় নভো এয়ারের ফ্লাইটটি ঢাকা থেকে নির্ধারিত সময়ে উড়াল দিতে পারেনি।

ইউএস বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক কামরুল ইসলাম বলেন, সিলেট বিমানবন্দরের রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হয়ে হওয়ার কারণে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের ফ্লাইট নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। রাত ১০টার পর রানওয়ে ফ্লাইট ওঠা নামার উপযোগী হয়েছে। সিলেট থেকে আমাদের ক্লিয়ারেন্স দিয়েছে। 

বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘হঠাৎ করে বৈদ্যুতিক সমস্যা দেখা দেওয়ায় আগে থেকে সংশ্লিষ্টদের জানানো যায়নি। তাই কিছুটা দুর্ভোগে পড়তে হয়েছে যাত্রীদের।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত