নিজস্ব প্রতিবেদক, সিলেট
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে, যাঁরা গণমাধ্যম পরিচালনা করছেন, তাঁরা দুর্নীতিকে উৎসাহিত করছেন।’
আজ রোববার সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আবদুল্লাহ আল মামুন।
এ শিল্পে সংকটের চিত্র খুবই হতাশাজনক উল্লেখ করে কামাল আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ পাঠক-দর্শক-শ্রোতার গণমাধ্যমের প্রতি আস্থার ঘাটতির কারণ খুঁজে বের করা হবে। সেই জনমত সমীক্ষার ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংস্কারের নীতিমালা প্রস্তুত করবে।
গণমাধ্যম সংস্কার কমিশনে অংশীজনের মতামত সর্বাধিক গুরুত্ব পাবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদকর্মীদের বেতন-ভাতাদি নিশ্চিত করা এবং সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি কমে যাবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।
কামাল আহমেদ বলেন, পত্রিকায় সরকারি বিজ্ঞাপন, প্রচার সংখ্যা নির্ধারণ ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা-সংক্রান্ত যেসব জালিয়াতি আছে, সেগুলো বন্ধের পথ খুঁজে বের করা হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত যে শুভংকরের ফাঁকি আছে–সে বিষয়েও সংস্কার কমিশন সুপারিশ করবে।
সাংবাদিক প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমগুলো যাতে যথাযথভাবে তাদের ভূমিকা পালনে সক্ষম হয়, কমিশন সে উপযোগী নীতিমালা প্রণয়নে সুপারিশ করবে। কমিশন সংস্কার বিষয়ে যেসব সুপারিশ করবে সেগুলো বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেট বিভাগের চার জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী সভায় তাঁদের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেছেন, ‘গণমাধ্যমকর্মীদের জন্য ন্যূনতম বেতনের নিশ্চয়তা থাকা দরকার। তাঁদের আর্থিক সংকট নিরসন না করে, যাঁরা গণমাধ্যম পরিচালনা করছেন, তাঁরা দুর্নীতিকে উৎসাহিত করছেন।’
আজ রোববার সিলেট শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আবদুল্লাহ আল মামুন।
এ শিল্পে সংকটের চিত্র খুবই হতাশাজনক উল্লেখ করে কামাল আহমেদ বলেন, বাংলাদেশের সাধারণ পাঠক-দর্শক-শ্রোতার গণমাধ্যমের প্রতি আস্থার ঘাটতির কারণ খুঁজে বের করা হবে। সেই জনমত সমীক্ষার ভিত্তিতেই গণমাধ্যম সংস্কার কমিশন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংস্কারের নীতিমালা প্রস্তুত করবে।
গণমাধ্যম সংস্কার কমিশনে অংশীজনের মতামত সর্বাধিক গুরুত্ব পাবে মন্তব্য করে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান বলেন, সংবাদকর্মীদের বেতন-ভাতাদি নিশ্চিত করা এবং সাংবাদিকতার নীতিমালা বাস্তবায়ন করা গেলে দুর্নীতি কমে যাবে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে।
কামাল আহমেদ বলেন, পত্রিকায় সরকারি বিজ্ঞাপন, প্রচার সংখ্যা নির্ধারণ ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা-সংক্রান্ত যেসব জালিয়াতি আছে, সেগুলো বন্ধের পথ খুঁজে বের করা হবে। পাশাপাশি স্থানীয় ও জাতীয় পর্যায়ে ওয়েজ বোর্ড বাস্তবায়ন-সংক্রান্ত যে শুভংকরের ফাঁকি আছে–সে বিষয়েও সংস্কার কমিশন সুপারিশ করবে।
সাংবাদিক প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, গণমাধ্যমকে স্বাধীন ও শক্তিশালী করার জন্য এ সংস্কার কমিশন গঠন করা হয়েছে। গণমাধ্যমগুলো যাতে যথাযথভাবে তাদের ভূমিকা পালনে সক্ষম হয়, কমিশন সে উপযোগী নীতিমালা প্রণয়নে সুপারিশ করবে। কমিশন সংস্কার বিষয়ে যেসব সুপারিশ করবে সেগুলো বাস্তবায়নে নির্বাচিত সরকারের প্রতি চাপ অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় কমিশনের সদস্য শামসুল হক জাহিদ, বেগম কামরুন্নেসা হাসান ও আবদুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেট বিভাগের চার জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক গণমাধ্যমকর্মী সভায় তাঁদের সংস্কার প্রস্তাবনা তুলে ধরেন।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৪-এ জাতীয় চ্যাম্পিয়ন হওয়া কক্সবাজার জেলার কুতুবদিয়ার কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চ্যাম্পিয়ন ট্রফিসহ খেলোয়াড়েরা কুতুবদিয়া পৌঁছালে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী
১৩ মিনিট আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা চৌদ্দগ্রামে একের পর এক ডাকাতির ঘটনায় মিয়া বাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। আজ শনিবার হাইওয়ে পুলিশের কুমিল্লার পুলিশ সুপার ও অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
১৬ মিনিট আগেজয়পুরহাটের আক্কেলপুরে দুর্বৃত্তরা গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গলায় পোঁচ দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার দিবাগত রাতে পৌর শহরের তুলসীগঙ্গা নদীর পারঘাটি এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারীর নাম মাসুদা আক্তার (৪৫)। তিনি ওই এলাকার মহসীন আলীর স্ত্রী।
২৭ মিনিট আগেমাইজদীতে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত মাসুদ আলম (২২) নামের এক প্রবাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
৩১ মিনিট আগে