বিআরটিসি বাসে আগুন, রক্ষা পেলেন ঢাবির ৪৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫২
Thumbnail image

সিলেটে ইঞ্জিন হিট হয়ে আগুন ধরে পুড়ে গেছে বিআরটিসির একটি বাস। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৪৬ জন শিক্ষার্থীসহ বাসের চালক ও হেলপার। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, সিলেটে পরিবহন ধর্মঘট পালন করছেন শ্রমিকেরা। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৭ জন শিক্ষার্থী বিআরটিসির দুটি এসি বাসে সিলেটের বিছনাকান্দি ঘুরতে যান। সন্ধ্যায় ঢাকা ফেরার পথে ৪৬ জন শিক্ষার্থীকে বহনকারী বাসটি গোয়াইনঘাটের নন্দীরগাঁও এলাকায় পৌঁছামাত্র পেছন থেকে শ্রমিকেরা ধাওয়া করে। এ সময় বাসের পেছনে ঢিলও ছোড়া হয়। এতে বাসের পেছনের বাঁ পাশের গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন। 

শিক্ষার্থীরা জানান, গাড়ির পেছনে ঢিল ছোড়া হলে ক্ষতিগ্রস্ত হওয়ার ভয়ে চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে আসার পথে বাসের হেডলাইট বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিক হেলপার নেমে দেখতে পান ধোঁয়া উঠছে। এ সময় দ্রুত আতঙ্কিত চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুর্ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। রাত পৌনে ১১টার দিকে বিকল্প ব্যবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল শিক্ষার্থীদের দরগাহ গেটের হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌঁছে দেয়।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির আজকের পত্রিকাকে বলেন, ‘দুটি বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ৯৭ জন শিক্ষার্থী বিছনাকান্দি বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে গোয়াইনঘাটের নন্দীরগাঁও নামক স্থানে একটি বাসে ঢিল ছোড়া হলে গ্লাস ভেঙে দুই শিক্ষার্থী আহত হন। চালক বাসটি নিয়ে সিলেট ক্যাডেট কলেজে এসে অবস্থান করেন। সেখান থেকে ছেড়ে শহরে আসার পথে মালনীছড়া এলাকায় হেডলাইট বন্ধ হয়ে যায়। গাড়ি বন্ধ করে যান্ত্রিক ত্রুটি খুঁজতে গিয়ে হেলপার দেখতে পান ধোঁয়া উঠছে। তা দেখে চালকসহ যাত্রীরা নেমে পড়তেই বাসে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন হিট হয়ে অথবা যান্ত্রিক কোনো ত্রুটির কারণে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’ 

আগুন লেগে পুড়ে যাওয়া বিআরটিসি বাসসিলেট ফায়ার সার্ভিসের সহকারী স্টেশন অফিসার মো. বেলাল হোসেন আজকের পত্রিকাকে জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি দল ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। কী কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখছেন তারা। 

প্রসঙ্গত, পাঁচ দফা দাবিতে মঙ্গলবার দিনভর সিলেটে পরিবহন ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নিয়ে নৈরাজ্য সৃষ্টি করেন। তাঁরা সড়কে সব ধরনের যানবাহন চলাচল প্রতিহত করেন। এতে করে সাধারণ মানুষ ও দূর-দূরান্তে যাত্রীরা হয়রানির শিকার হন। দিনভর দুর্ভোগের পর রাতে প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে ধর্মঘট স্থগিত করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত