সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেকে নির্মিত বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পয়েন্টের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ সিরাজ লেকেই ইট বালু পাথর দিয়ে ইত্যাদি পয়েন্ট নির্মাণের ছবিটি ভাইরাল হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। পরো দ্রুতই এই জায়গা থেকে ইত্যাদি পয়েন্ট নামকরণটি সরিয়ে ফেলা হবে গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বুধবার ফেসবুকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেকে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির আলোকে ইত্যাদি পয়েন্ট নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়, এটি ভাইরাল হওয়ার পরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ফেসবুকে লেখেন, ‘এটি শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক) ভিউ নষ্ট করেছে। এই ইত্যাদি পয়েন্ট এখান থেকে সরানো হোক, এটি নগ্ন বাণিজ্যিকীকরণ।’
এ আর জুয়েল নামে এক জ্যেষ্ঠ সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এটা কোনো তামাশা! এই জায়গাটি সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যের, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিসেবেই সারা দেশব্যাপী পরিচিত। সবাই শহীদ সিরাজ লেক হিসেবেই চিনে। এটাকে ইত্যাদি পয়েন্ট নাম দিয়ে কেন পরিচিত করতে হবে। এই জায়গাটি দেশব্যাপী পরিচিত বলেই হানিফ সংকেত এখানে এসে ইত্যাদি অনুষ্ঠান করেছেন। প্রকৃতিকে এমন ভেঙেচুরে ইট-পাথরে বাণিজ্যিক নাম দিয়ে অপরূপ সুনামগঞ্জের এ জায়গাটাকে ইত্যাদির কাছে বিক্রি করা হচ্ছে।’
তাঁদের মতো এমন অনেকের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলের কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ সিরাজ লেক নামটি যা ছিল তাই থাকবে। এখানে পর্যটকদের জন্য পর্যটন করপোরেশন এটি থেকে বানানো হচ্ছিল, যাতে পর্যটকেরা এখানে ছবি তুলতে পারে। যেহেতু সাধারণ মানুষ এর প্রতিবাদ করছেন সেজন্য আমরা তাদের কাজ বন্ধ করে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই এটি ভাঙা হয়ে গেছে।’
সুনামগঞ্জের তাহিরপুরের শহীদ সিরাজ লেকে নির্মিত বাংলাদেশের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি পয়েন্টের কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক।
গতকাল বুধবার রাত থেকে সুনামগঞ্জের তাহিরপুরে শহীদ সিরাজ লেকেই ইট বালু পাথর দিয়ে ইত্যাদি পয়েন্ট নির্মাণের ছবিটি ভাইরাল হলে ফেসবুকে প্রতিবাদের ঝড় উঠে। পরো দ্রুতই এই জায়গা থেকে ইত্যাদি পয়েন্ট নামকরণটি সরিয়ে ফেলা হবে গণমাধ্যমকে জানান জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
বুধবার ফেসবুকে কয়েকজন বীর মুক্তিযোদ্ধা শহীদ সিরাজ লেকে হানিফ সংকেতের উপস্থাপনায় জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদির আলোকে ইত্যাদি পয়েন্ট নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়, এটি ভাইরাল হওয়ার পরপরই ফেসবুকে প্রতিবাদের ঝড় তোলেন নেটিজেনরা।
পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা ফেসবুকে লেখেন, ‘এটি শহীদ সিরাজ লেকের (নীলাদ্রি লেক) ভিউ নষ্ট করেছে। এই ইত্যাদি পয়েন্ট এখান থেকে সরানো হোক, এটি নগ্ন বাণিজ্যিকীকরণ।’
এ আর জুয়েল নামে এক জ্যেষ্ঠ সাংবাদিক ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘এটা কোনো তামাশা! এই জায়গাটি সুনামগঞ্জের অপরূপ সৌন্দর্যের, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত হিসেবেই সারা দেশব্যাপী পরিচিত। সবাই শহীদ সিরাজ লেক হিসেবেই চিনে। এটাকে ইত্যাদি পয়েন্ট নাম দিয়ে কেন পরিচিত করতে হবে। এই জায়গাটি দেশব্যাপী পরিচিত বলেই হানিফ সংকেত এখানে এসে ইত্যাদি অনুষ্ঠান করেছেন। প্রকৃতিকে এমন ভেঙেচুরে ইট-পাথরে বাণিজ্যিক নাম দিয়ে অপরূপ সুনামগঞ্জের এ জায়গাটাকে ইত্যাদির কাছে বিক্রি করা হচ্ছে।’
তাঁদের মতো এমন অনেকের প্রতিবাদের মুখে সিদ্ধান্ত বদলের কথা জানান জেলা প্রশাসক।
জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘শহীদ সিরাজ লেক নামটি যা ছিল তাই থাকবে। এখানে পর্যটকদের জন্য পর্যটন করপোরেশন এটি থেকে বানানো হচ্ছিল, যাতে পর্যটকেরা এখানে ছবি তুলতে পারে। যেহেতু সাধারণ মানুষ এর প্রতিবাদ করছেন সেজন্য আমরা তাদের কাজ বন্ধ করে দ্রুত এখান থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই এটি ভাঙা হয়ে গেছে।’
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
১৫ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২৯ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
১ ঘণ্টা আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে