নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার। আজ বুধবার গুয়াহাটি বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে; যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসহাক আলী খান পান্নার।’
এ ছাড়া আজ পান্নার দুজন আত্মীয় মেঘালয় রাজ্যের উমকিয়াং থানায় গেলে টহল পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানায়। এ সময় তাঁর হাতে থাকা ঘড়ি ও পাসপোর্ট তাঁদের দেখানো হয় বলে জানা গেছে।
এর আগ গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় ইসহাক আলী খান পান্নার মারা যাওয়ার খবর আসে। তিনি পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান বলে জানা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে মেঘালয় রাজ্যের উমকিয়াং থানার টহল পুলিশ।
উল্লেখ্য, ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
তাঁর স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মারা যান। তিনি সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা ইসহাক আলী খান পান্নার মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে ভারতের মেঘালয় রাজ্য সরকার। আজ বুধবার গুয়াহাটি বাংলাদেশ হাইকমিশনের সহকারী হাইকমিশনার রুহুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘মেঘালয় রাজ্য সরকার একটি মৃতদেহ উদ্ধারের কথা জানিয়েছে; যার পকেটে একটি পাসপোর্ট পাওয়া গেছে। পাসপোর্টটি ইসহাক আলী খান পান্নার।’
এ ছাড়া আজ পান্নার দুজন আত্মীয় মেঘালয় রাজ্যের উমকিয়াং থানায় গেলে টহল পুলিশ মরদেহ উদ্ধারের কথা জানায়। এ সময় তাঁর হাতে থাকা ঘড়ি ও পাসপোর্ট তাঁদের দেখানো হয় বলে জানা গেছে।
এর আগ গত শুক্রবার রাতে সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত দিয়ে পালিয়ে ভারতে যাওয়ার সময় ইসহাক আলী খান পান্নার মারা যাওয়ার খবর আসে। তিনি পাহাড় থেকে পড়ে হার্ট অ্যাটাকে মারা যান বলে জানা যায়। পরে তাঁর মরদেহ উদ্ধার করে মেঘালয় রাজ্যের উমকিয়াং থানার টহল পুলিশ।
উল্লেখ্য, ইসহাক আলী খান পান্না ১৯৯৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০১২ সালের সম্মেলনের পর তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক হন।
তাঁর স্ত্রী আইরীন পারভীন বাঁধন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৪ এপ্রিল মারা যান। তিনি সরকারের উপসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহার হলের ভিপি ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৭ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৯ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৯ মিনিট আগে