Ajker Patrika

গুলিতে সাংবাদিক নিহত: হত্যা মামলা জিডি হিসেবে নিল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট
গুলিতে সাংবাদিক নিহত: হত্যা মামলা জিডি হিসেবে নিল পুলিশ

সিলেটে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে সাংবাদিক এ টি এম তুরাবের নিহতের ঘটনায় পুলিশকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। তবে পুলিশ সেটি মামলা হিসেবে না নিয়ে সাধারণ ডায়েরি (জিডি) হিসেবে গ্রহণ করেছে। অভিযোগে অজ্ঞাতনামা ৮-১০ জন পুলিশ সদস্যকে অভিযুক্ত করা হয়।

গত বুধবার রাতে কোতোয়ালি থানায় এ অভিযোগ দেন তুরাবের বড় ভাই আবুল আহসান মো. আজরফ। এ সময় সাংবাদিক সংগঠনের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন লিখিত অভিযোগটি গ্রহণ করেন।

আজরফ বলেন, ‘আমরা তো জিডি করতে যাইনি, মামলা করতে গিয়েছিলাম। পুলিশ যদি আগামী শনিবারের মধ্যে মামলা হিসেবে গ্রহণ না করে তাহলে রোববার আদালতের স্মরণাপন্ন হব।’

আজবাহার আলী শেখ বলেন, ‘তুরাবের মৃত্যুর ঘটনায় আগেই পুলিশ বাদী হয়ে হত্যা মামলা করেছে। তাঁর ভাইয়ের অভিযোগ গ্রহণ করা হয়েছে। দুটি একসঙ্গে তদন্ত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত