Ajker Patrika

দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনো ভুল করে না: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১৮: ১৯
দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনো ভুল করে না: পররাষ্ট্রমন্ত্রী

দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনো ভুল করে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ সময় নির্বাচনের জন্য শুধু সরকারের সদিচ্ছাই নয়, সবার আন্তরিকতাও দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী। 

আজ শুক্রবার সকালে সিলেট নগরে মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। নতুন বছরে সম্প্রীতি ও অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রত্যাশা করে মন্ত্রী বলেন, ‘নতুন বছর হবে সম্প্রীতি ও সহিষ্ণুতার। কাদা ছোড়াছুড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।’ 

আগামী জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নে মন্ত্রী বলেন, ‘সরকার চায় একটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। তবে শুধু সরকার চাইলেই হবে না, এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে। সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনো ভুল করে না।’ 

শুক্রবার সকাল সাড়ে ৯টায় সিলেট জেলা প্রশাসনের কার্যালয় থেকে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় নববর্ষের আনুষ্ঠানিকতা। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গল শোভাযাত্রার পরে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে সকাল ১০টায় কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এদিকে, নতুন বছরকে বরণে প্রতিবছরের ন্যায় এবারও সকাল থেকেই নগরের শ্রীহট্ট সংস্কৃত কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আনন্দলোক। আর ব্লু-বার্ড স্কুল মাঠে নাচে-গানে নতুন বছরকে স্বাগত জানায় শ্রুতি। এসব আয়োজনে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন তাদের পরিবেশনার মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। নগরের চৌহাট্টার ভোলানন্দ স্কুল মাঠে বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে চারণ সংস্কৃতি কেন্দ্র। এ ছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানা ধরনের সাংস্কৃতিক আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ পালন করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত