শাকিলা ববি
সিলেট সদর (সিলেট): ২৭ ঘণ্টা যাবৎ গর্ভকালীন ব্যথায় কাতরাচ্ছিলেন মৌলভীবাজারের রাজনগর এলাকার করিমপুর চা বাগানের চম্পা নায়েক (ছদ্মনাম)। গত মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় চম্পাকে নিয়ে কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে আসেন তাঁর স্বামী শ্যামল নায়েক। হাসপাতালের সিনিয়র নার্স সানজানা শিরীন এসে দেখেন দীর্ঘ সময় ব্যথার কারণে চম্পা দুর্বল হয়ে পড়েছেন। বাচ্চা প্রসব করার যে শক্তি দরকার সেই শক্তি হারিয়ে ফেলেছেন চম্পা। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। এ অবস্থায়ও সাধারণ নিয়মে বাচ্চা প্রসবের চেষ্টা চালিয়ে যান শিরীন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ‘অস্ত্রোপচার’ ছাড়াই সন্তান জন্ম দেন চম্পা নায়েক। প্রায় ৩ কেজি ওজনের একটি ছেলে শিশুর জন্ম দেন তিনি।
এ নিয়ে গত মঙ্গলবার পর্যন্ত এ রকম ৬১২টি ‘নরমাল ডেলিভারি’ করিয়েছেন নার্স সানজানা শিরীন। নরমাল ডেলিভারি করানোই তাঁর শখ। অস্ত্রোপচার ছাড়াই শিশু ভূমিষ্ঠ করানোই তাঁর নেশা। তাই প্রতিটি গর্ভবতী নারীকে নিরাপদ মাতৃত্ব দিতে সব সময় প্রস্তুত থাকেন শিরীন। পেশায় নার্স হলেও শখের তাড়নায় নরমাল ডেলিভারি করানো তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
চম্পা নায়েকের ডেলিভারি শেষ করেই নবজাতককে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন শিরীন। লিখেন ‘পুচকো নাম্বার ৬১২। নরমাল ডেলিভারি, ছেলে বাচ্চা, ওজন ২.৯ কেজি, মা ও বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ।’
আজ ২৮ মে (শুক্রবার) বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে।
অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার বাংলাদেশে ক্রমাগতভাবে বাড়ছে। এতে ঝুঁকিতে পড়ছে মা ও শিশুর জীবন। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে অস্ত্রোপচার ছাড়াই সন্তান জন্মে কাজ করে যাচ্ছেন সানজানা শিরীন।
সিলেটর হবিগঞ্জ জেলার বাসিন্দা সানজানা শিরীন। বর্তমানে চাকরি করছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় ৫০ শয্যা বিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে। এখানে শুধুমাত্র ১৭টি চা বাগানের চা শ্রমিকের চিকিৎসার দেওয়া হয়।
এ ব্যাপারে কথা হয় সানজানা শিরীনের সঙ্গে। তিনি বলেন, ‘একজন মা ডেলিভারি আগে ৪৫ ভোল্ট ব্যথায় কাতরান। অনেক অনেক ব্যথা, এই ব্যথায় গালাগালি, লাত্তি দিয়ে ফেলেও দেন। কিন্তু আমি যখন তার এই ব্যথা থেকে রিলিফ দিতে সাহায্য করি তখন তিনি শান্তি পান। সেই শান্তির হাসি আর নবজাতকের কান্না আমার মনে প্রশান্তি দেয়। তাই গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি করানোর সর্বোচ্চ চেষ্টা করি আমি।’
নিরাপদ মাতৃত্বের জন্য নরমাল ডেলিভারির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, অস্ত্রোপচারে বাচ্চা প্রসব করাতে গিয়ে মা অনেক ঝুঁকির মধ্যে থাকেন। অস্ত্রোপচারে বাচ্চা হলে একজন নারী পুনরায় মা হতে গেলে ঝুঁকি থাকে শতকরা ৯০ দশমিক ৭ শতাংশ। শুধু তাই নয় অনেক সময় ছুরি, কাঁচি লেগে বাচ্চার বিভিন্ন অঙ্গ ক্ষতি হয়। মায়েরাও অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশনে ভোগেন। অথচ নরমাল ডেলিভারি করানোর পর একজন মা ডেলিভারির ২ ঘণ্টার মধ্যে স্বাভাবিক চলাফেরা করতে পারেন।
সানজানা শিরীনের বাবা মুদি দোকানি। ৬ বোন ও ২ ভাইয়ের মধ্যে শিরিন তৃতীয়। এইচএসসি পরীক্ষার সময় ম্যাটস (মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুল) এর একটি লিফলেট পান শিরিন। ঘরে সবাইকে দেখানোর পর ওই কোর্সে ভর্তি করাতে কেউ রাজি হননি। কারণ আর বেশি পড়াতে চান না বড় ভাই।
পরে নানা বাধাবিপত্তি পেরিয়ে শিরিনকে কোর্স করাতে রাজি হন তাঁর বাবা। ভর্তি করিয়ে দেন মৌলভীবাজার ম্যাটস এ, সঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হন শিরীন। এখান থেকে কোর্স শেষ করে ২০১৬ সালের মাঝামাঝি সময় মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ শুরু করেন। একই বছর ডিসেম্বর মাসে মা মনি এনজিও'র এইচএস প্রজেক্টে প্যারামেডিক পোস্টে নিয়োগ পান শিরীন। এরপর এফআইভিডিবিতে প্যারামেডিক পোস্টে সিলেটের জৈন্তাপুরেও কাজ করেন। বর্তমানে মৌলভীবাজারের কমলগঞ্জে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন।
নরমাল ডেলিভারি করানো উপভোগ করেন শিরীন। তার কাজের ব্যাপারে শিরীন বলেন, বাইরে গিয়ে ডেলিভারি করাতে অনেক টাকা চলে যায় চা বাগানের গরিব মানুষের। তাই ক্যামেলিয়া হাসপাতালে আমি অন্যের ডিউটির সময় যেচে গিয়ে ডেলিভারি করানো চেষ্টা করি। কারণ এখানে ফ্রি ডেলিভারি।
তিনি বলেন, `আমার বয়স কম তাই যখন ডেলিভারি করাতে যাই তখন রোগীর সঙ্গে আসা বয়স্ক অনেকেই অনেক প্রশ্ন করেন। অনেকেই প্রশ্ন তোলেন বিয়ে হয় নাই তো ডেলিভারির কি বুঝি! অনেককে আবার মিথ্যা কথা বলি যে আমার বিয়ে হয়েছে ২টা বাচ্চা আছে। প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। তাই সবাই সবকিছু বুঝতে চান না। যখন যাকে যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে কাজ করি।'
শিরীন বলেন, ‘মানুষের অনেক রকম শখ থাকে, আমারও নরমাল ডেলিভারি করানোটাই শখ। শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা আমি প্রচণ্ড ভালোবেসে করি। আমাকে সারা দিন লেবার রুমে রেখে দিলেও বিরক্তি আসবে না। সবকিছু ঠিক থাকলে নরমাল ডেলিভারির চেষ্টা করি। আমার অনেক ইচ্ছা গর্ভবতী মায়ের পাশে থাকার। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের পাশে কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করে সব আশা পূরণ হয় না। সরকারি ভাবে হেলথ সেক্টরে ছোট পোস্টে জব হলেও আমার শখের কাজটা দ্বিগুণ গতিতে বেড়ে যেত।’
সিলেট সদর (সিলেট): ২৭ ঘণ্টা যাবৎ গর্ভকালীন ব্যথায় কাতরাচ্ছিলেন মৌলভীবাজারের রাজনগর এলাকার করিমপুর চা বাগানের চম্পা নায়েক (ছদ্মনাম)। গত মঙ্গলবার (২৫ মে) সন্ধ্যা ৭টায় চম্পাকে নিয়ে কমলগঞ্জের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে আসেন তাঁর স্বামী শ্যামল নায়েক। হাসপাতালের সিনিয়র নার্স সানজানা শিরীন এসে দেখেন দীর্ঘ সময় ব্যথার কারণে চম্পা দুর্বল হয়ে পড়েছেন। বাচ্চা প্রসব করার যে শক্তি দরকার সেই শক্তি হারিয়ে ফেলেছেন চম্পা। মাঝে মাঝে অজ্ঞান হয়ে পড়ছেন তিনি। এ অবস্থায়ও সাধারণ নিয়মে বাচ্চা প্রসবের চেষ্টা চালিয়ে যান শিরীন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় ‘অস্ত্রোপচার’ ছাড়াই সন্তান জন্ম দেন চম্পা নায়েক। প্রায় ৩ কেজি ওজনের একটি ছেলে শিশুর জন্ম দেন তিনি।
এ নিয়ে গত মঙ্গলবার পর্যন্ত এ রকম ৬১২টি ‘নরমাল ডেলিভারি’ করিয়েছেন নার্স সানজানা শিরীন। নরমাল ডেলিভারি করানোই তাঁর শখ। অস্ত্রোপচার ছাড়াই শিশু ভূমিষ্ঠ করানোই তাঁর নেশা। তাই প্রতিটি গর্ভবতী নারীকে নিরাপদ মাতৃত্ব দিতে সব সময় প্রস্তুত থাকেন শিরীন। পেশায় নার্স হলেও শখের তাড়নায় নরমাল ডেলিভারি করানো তাঁর অভ্যাসে পরিণত হয়েছে।
চম্পা নায়েকের ডেলিভারি শেষ করেই নবজাতককে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দেন শিরীন। লিখেন ‘পুচকো নাম্বার ৬১২। নরমাল ডেলিভারি, ছেলে বাচ্চা, ওজন ২.৯ কেজি, মা ও বাচ্চা ভালো আছে আলহামদুলিল্লাহ।’
আজ ২৮ মে (শুক্রবার) বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। নিরাপদ মাতৃস্বাস্থ্য, মাতৃমৃত্যু হার হ্রাস ও নবজাতকের স্বাস্থ্য নিশ্চিত করার উদ্দেশ্যেই নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়ে আসছে।
অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের হার বাংলাদেশে ক্রমাগতভাবে বাড়ছে। এতে ঝুঁকিতে পড়ছে মা ও শিশুর জীবন। অথচ দেশের প্রত্যন্ত অঞ্চলে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে অস্ত্রোপচার ছাড়াই সন্তান জন্মে কাজ করে যাচ্ছেন সানজানা শিরীন।
সিলেটর হবিগঞ্জ জেলার বাসিন্দা সানজানা শিরীন। বর্তমানে চাকরি করছেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় ৫০ শয্যা বিশিষ্ট ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে। এখানে শুধুমাত্র ১৭টি চা বাগানের চা শ্রমিকের চিকিৎসার দেওয়া হয়।
এ ব্যাপারে কথা হয় সানজানা শিরীনের সঙ্গে। তিনি বলেন, ‘একজন মা ডেলিভারি আগে ৪৫ ভোল্ট ব্যথায় কাতরান। অনেক অনেক ব্যথা, এই ব্যথায় গালাগালি, লাত্তি দিয়ে ফেলেও দেন। কিন্তু আমি যখন তার এই ব্যথা থেকে রিলিফ দিতে সাহায্য করি তখন তিনি শান্তি পান। সেই শান্তির হাসি আর নবজাতকের কান্না আমার মনে প্রশান্তি দেয়। তাই গর্ভবতী মায়েদের নরমাল ডেলিভারি করানোর সর্বোচ্চ চেষ্টা করি আমি।’
নিরাপদ মাতৃত্বের জন্য নরমাল ডেলিভারির কোনো বিকল্প নেই উল্লেখ করে তিনি জানান, অস্ত্রোপচারে বাচ্চা প্রসব করাতে গিয়ে মা অনেক ঝুঁকির মধ্যে থাকেন। অস্ত্রোপচারে বাচ্চা হলে একজন নারী পুনরায় মা হতে গেলে ঝুঁকি থাকে শতকরা ৯০ দশমিক ৭ শতাংশ। শুধু তাই নয় অনেক সময় ছুরি, কাঁচি লেগে বাচ্চার বিভিন্ন অঙ্গ ক্ষতি হয়। মায়েরাও অস্ত্রোপচার পরবর্তী ইনফেকশনে ভোগেন। অথচ নরমাল ডেলিভারি করানোর পর একজন মা ডেলিভারির ২ ঘণ্টার মধ্যে স্বাভাবিক চলাফেরা করতে পারেন।
সানজানা শিরীনের বাবা মুদি দোকানি। ৬ বোন ও ২ ভাইয়ের মধ্যে শিরিন তৃতীয়। এইচএসসি পরীক্ষার সময় ম্যাটস (মেডিকেল অ্যাসিসটেন্স ট্রেনিং স্কুল) এর একটি লিফলেট পান শিরিন। ঘরে সবাইকে দেখানোর পর ওই কোর্সে ভর্তি করাতে কেউ রাজি হননি। কারণ আর বেশি পড়াতে চান না বড় ভাই।
পরে নানা বাধাবিপত্তি পেরিয়ে শিরিনকে কোর্স করাতে রাজি হন তাঁর বাবা। ভর্তি করিয়ে দেন মৌলভীবাজার ম্যাটস এ, সঙ্গে মৌলভীবাজার সরকারি কলেজে ডিগ্রি ভর্তি হন শিরীন। এখান থেকে কোর্স শেষ করে ২০১৬ সালের মাঝামাঝি সময় মৌলভীবাজারের একটি প্রাইভেট ক্লিনিকে কাজ শুরু করেন। একই বছর ডিসেম্বর মাসে মা মনি এনজিও'র এইচএস প্রজেক্টে প্যারামেডিক পোস্টে নিয়োগ পান শিরীন। এরপর এফআইভিডিবিতে প্যারামেডিক পোস্টে সিলেটের জৈন্তাপুরেও কাজ করেন। বর্তমানে মৌলভীবাজারের কমলগঞ্জে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে সিনিয়র নার্স হিসেবে কর্মরত আছেন।
নরমাল ডেলিভারি করানো উপভোগ করেন শিরীন। তার কাজের ব্যাপারে শিরীন বলেন, বাইরে গিয়ে ডেলিভারি করাতে অনেক টাকা চলে যায় চা বাগানের গরিব মানুষের। তাই ক্যামেলিয়া হাসপাতালে আমি অন্যের ডিউটির সময় যেচে গিয়ে ডেলিভারি করানো চেষ্টা করি। কারণ এখানে ফ্রি ডেলিভারি।
তিনি বলেন, `আমার বয়স কম তাই যখন ডেলিভারি করাতে যাই তখন রোগীর সঙ্গে আসা বয়স্ক অনেকেই অনেক প্রশ্ন করেন। অনেকেই প্রশ্ন তোলেন বিয়ে হয় নাই তো ডেলিভারির কি বুঝি! অনেককে আবার মিথ্যা কথা বলি যে আমার বিয়ে হয়েছে ২টা বাচ্চা আছে। প্রত্যন্ত অঞ্চলে কাজ করি। তাই সবাই সবকিছু বুঝতে চান না। যখন যাকে যেভাবে বোঝানো যায় সেভাবে বুঝিয়ে কাজ করি।'
শিরীন বলেন, ‘মানুষের অনেক রকম শখ থাকে, আমারও নরমাল ডেলিভারি করানোটাই শখ। শুনতে অদ্ভুত লাগতে পারে কিন্তু এটা আমি প্রচণ্ড ভালোবেসে করি। আমাকে সারা দিন লেবার রুমে রেখে দিলেও বিরক্তি আসবে না। সবকিছু ঠিক থাকলে নরমাল ডেলিভারির চেষ্টা করি। আমার অনেক ইচ্ছা গর্ভবতী মায়ের পাশে থাকার। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের গর্ভবতী মায়েদের পাশে কিন্তু প্রাইভেট সেক্টরে কাজ করে সব আশা পূরণ হয় না। সরকারি ভাবে হেলথ সেক্টরে ছোট পোস্টে জব হলেও আমার শখের কাজটা দ্বিগুণ গতিতে বেড়ে যেত।’
ঝিনাইদহ সদরের বাতপুকুরিয়া গ্রামে পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংক থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
৬ মিনিট আগেটাঙ্গাইলের মির্জাপুরে রাতের আঁধারে খননযন্ত্র দিয়ে নদীতীরের মাটি কেটে নেওয়ার অপরাধে চার ব্যক্তির কাছ থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার রাতে উপজেলা সদরের বংশাই নদীর ত্রিমোহন ও লৌহজং নদীর পাকুল্যা ঋষিপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক অভিযান পরিচালনা করেন উপজ
১৬ মিনিট আগেমিয়ানমার থেকে পণ্য নিয়ে টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনা থেকে পণ্যবাহী তিনটি কার্গো ছিনিয়ে নিয়ে গেছে আরাকান আর্মি। নাফ নদের নাইক্ষ্যংদিয়ায় গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে তল্লাশির কথা বলে কার্গোগুলো আটক করে নিয়ে যায় আরাকান আর্মি। আজ শনিবার বিকেল পর্যন্ত জাহাজগুলো ছাড়েনি তারা।
১৯ মিনিট আগেনির্বাচনের সাড়ে তিন বছর পর আদালতের রায়ের মাধ্যমে মেয়র হিসেবে শপথ নিতে পারায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়াত উপদেষ্টা এ এফ হাসান আরিফের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডা. শাহাদাত হোসেন।
২৬ মিনিট আগে