অনলাইন জুয়ায় বারণ করায় চেয়ারের আঘাতে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৪, ২২: ৫৪
প্রতীকী ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে অনলাইনে জুয়া খেলায় আসক্ত স্বামীকে বারণ করায় চেয়ারের আঘাতে নাদিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার পাটলী ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী আমজাদ হোসেন পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অনলাইন জুয়া খেলায় আসক্ত আমজাদ হোসেন প্রতিদিন রাত করে বাড়ি আসা এবং ঠিকমতো সংসারের খরচ বহন না করায় স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক এ কলহে বুধবার দুপুর ১টার দিকে আমজাদ ও নাদিয়া মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমজাদ হোসেন চেয়ার দিয়ে স্ত্রী নাদিয়াকে আঘাত করেন।

এতে নাদিয়া অসুস্থ হয়ে পড়লে আমজাদ তাঁকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে নাদিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে সিলেটে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু সিলেটে নেওয়ার পথে ওই গৃহবধূ নিথর হয়ে যাওয়ায় তাঁকে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে কর্মরত চিকিৎসক ওই গৃহবধূকে মৃত ঘোষনা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, ‘প্রথমে নাদিয়ার স্বামী তাঁকে হাসপাতালে নিয়ে আসেন এবং আমাদের মিথ্যা তথ্য দেন। এ সময় নাদিয়ার অবস্থা খারাপ বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়। কিন্তু কিছু সময় পর দ্বিতীয়বার যখন তাঁকে নিয়ে আসা হয়; তখন ওই গৃহবধূ হাসপাতালে আসার আগেই মারা যায়।’

নাদিয়ার মা সৈয়দা হুসনেয়ারা বেগম বলেন, ‘আমার মেয়ে প্রায়ই আমাকে বলত, তাঁর স্বামী অনলাইন জুয়া খেলায় আসক্ত হয়ে রাত করে বাড়ি এসে তাঁকে মারপিট করে। শুধু জুয়া খেলা নয়, আমজাদ নেশাও করত। এসব কিছুতে বারণ করায় আমার মেয়েকে জীবন দিতে হলো। আমি এর বিচার চাই।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার মর্গে পাঠানো হবে। ঘটনার পর থেকে আমজাদ হোসেন পলাতক রয়েছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। মামলা প্রক্রিয়াধীন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইসরায়েলের ‘হৃৎপিণ্ড’ তেল আবিবে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

সাগরে নিম্নচাপ, কত দিন বৃষ্টি হতে পারে জানাল আবহাওয়া দপ্তর

শেখ মুজিব ও জিয়াউর রহমান যার যার স্থানে শ্রেষ্ঠ: গয়েশ্বর

র‌্যাব বাতিলের সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় আছি: নূর খান লিটন

হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে ১০০ কোটি ডলারের অস্ত্র চুক্তি, জড়াল টিউলিপের নামও

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত