Ajker Patrika

একদিনের মাথায় ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
একদিনের মাথায় ফের সিলেটে ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২ 

সিলেটে কিছুতেই থামছে না ভারতীয় চিনি চোরাচালান। প্রতিদিনই সীমান্তের বিভিন্ন চোরাই পথ দিয়ে একাধিক চক্র লাখ লাখ টাকার ভারতীয় চিনি অবৈধভাবে নিয়ে আসছে সিলেটে। পরে সেগুলো ছড়িয়ে পড়ছে সারা দেশে। একদিনের মাথায় সিলেটে আবারও ১৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার থেকে চিনিভর্তি একটি ট্রাক জব্দ করে। ট্রাকে ১৩০ বস্তায় সাড়ে ৬ হাজার কেজি চিনি ছিল। যার বাজারমূল্য ৭ লাখ ৮০ হাজার টাকা। 

গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা অভিযানকালে দুই চোরাকারবারিকে গ্রেপ্তার করে ডিবি। তাঁরা হলেন—সিলেটের গোয়াইনঘাট উপজেলার পাইকরাজ (তোয়াকুল) গ্রামের বাবুল আহমদের ছেলে আফজল হোসেন (২৪) ও কোম্পানীগঞ্জ উপজেলার বরম সিদ্ধিপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. রুহুল আমিন (৩৩)। পরে তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হয়। 

উল্লেখ্য, গতকাল বুধবার সকালে সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান চালিয়ে ২৯৫ বস্তা ভারতীয় চোরাই চিনি জব্দ করে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত