শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।
আহত শিক্ষার্থী সায়মা আলম বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে। তবে তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন প্রক্টর।
প্রক্টর ড. মো. আলমগীর কবীর জানান, রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। সিলেট স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন ওই শিক্ষার্থী। পথিমধ্যে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় এলে এক মোটরসাইকেলের দুজন আরোহী তাঁর পথ আটকায়। এরপর ছুরি বের করে তাঁর কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।
প্রক্টর বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে সিলেটের আখালিয়া আবাসিক এলাকার সিলেট-সুনামগঞ্জ সড়কে এ ঘটনা ঘটে।
আজ রোববার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।
আহত শিক্ষার্থী সায়মা আলম বর্তমানে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পায়ে ছোট একটি অপারেশন হয়েছে। তবে তিনি বিপদমুক্ত আছেন বলে জানিয়েছেন প্রক্টর।
প্রক্টর ড. মো. আলমগীর কবীর জানান, রোববার সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসেন এ শিক্ষার্থী। সিলেট স্টেশন থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে ফিরছিলেন ওই শিক্ষার্থী। পথিমধ্যে তপোবন-আখালিয়া আবাসিক এলাকার ফাঁকা জায়গায় এলে এক মোটরসাইকেলের দুজন আরোহী তাঁর পথ আটকায়। এরপর ছুরি বের করে তাঁর কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাঁর বাম পায়ে ছুরি দিয়ে আঘাত করে। এরপর তাঁর কাছে থাকা ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে নিয়ে যায়।
প্রক্টর বলেন, ‘বিষয়টি আমি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানিয়েছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তাঁরা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছে।’
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিভাগের নাম পরিবর্তন নিয়ে প্রধান ফটক আটকিয়ে আন্দোলনে নেমেছে জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থীরা। আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেন বিভাগের শতাধিক শিক্ষার্থী।
৮ মিনিট আগেসিরাজগঞ্জের কাজীপুরে আব্দুল বাসেদ হত্যা মামলায় আবু শাহীন (৫২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজ রোববার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালত কানিজ ফাতিমা এই রায় দেন।
৯ মিনিট আগেকোটা সংস্কার আন্দোলনের ঘটনায় মাদারীপুরে দায়ের করা দুটি হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী, মাদারীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খান ও মাদারীপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
১২ মিনিট আগেরাজধানীর পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম হত্যা মামলায় বে-সামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়ার সচিব মহিবুল হক (৬৪) ও বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল সরদার চাখারীকে (৬০) তিনদিন করে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজি
১৭ মিনিট আগে