সিলেট প্রতিনিধি
সিলেটে আবারও কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ বুধবার সুরমা নদীর সবগুলো পয়েন্টে পানি কয়েক ইঞ্চি বেড়ে গেছে। বেড়েছে কুশিয়ারা ও লোভা নদীর পানিও।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরের বেশির ভাগ এলাকা। এতে উপশহর, তালতালা, তেররতণ, মির্জা জাঙ্গালসহ কিছু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে যায়। ফলে ওই সব এলাকার বাসিন্দাদের ফের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি।
সিলেটে চলমান বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। এখনো জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত অবস্থায় রয়েছে। গত কয়েক দিন ধরে পানি কমতে শুরু করে। কিন্তু আজ নদীর পানি বাড়তে শুরু করেছে। তাই এলাকাবাসীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি গতকাল সন্ধ্যা ৬টার দিকে ছিল ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার। আজ দুপুর ১২টায় ছিল ১০ দশমিক ৭৫ সেন্টিমিটার। কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ১৩ দশমিক ৬৪ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার ০ দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে।
কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপজ্জনকভাবে বইছে। এখানে বিপৎসীমার ০ দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল ৮ দশমিক ০২ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ৮ দশমিক ০৩ সেন্টিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকালের মতো আজও পানি ১০ দশমিক ৪৮ সেন্টিমিটারে রয়েছে।
কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি গতকাল সন্ধ্যায় ছিল ১৩ দশমিক ৬০ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদেও। এ নদীতে গতকাল সন্ধ্যা ৬টায় পানিসীমা ছিল ১০ দশমিক ৭৮ সেন্টিমিটার। আজ দুপুর ১২টায় হয়েছে ১১ দশমিক ৭৪ সেন্টিমিটার।
পাউবোর সিলেটের উপসহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, সিলেটের পাশাপাশি উজানেও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদনদীর পানি বাড়ছে।
সিলেটে আবারও কয়েকটি নদীর পানি বাড়তে শুরু করেছে। আজ বুধবার সুরমা নদীর সবগুলো পয়েন্টে পানি কয়েক ইঞ্চি বেড়ে গেছে। বেড়েছে কুশিয়ারা ও লোভা নদীর পানিও।
জানা গেছে, গতকাল মঙ্গলবার দিবাগত রাতে ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে নগরের বেশির ভাগ এলাকা। এতে উপশহর, তালতালা, তেররতণ, মির্জা জাঙ্গালসহ কিছু এলাকার ঘরবাড়িতে পানি ঢুকে যায়। ফলে ওই সব এলাকার বাসিন্দাদের ফের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে আজ সকাল থেকে বৃষ্টি হয়নি।
সিলেটে চলমান বন্যার পানি এখনো পুরোপুরি নামেনি। এখনো জেলার বেশির ভাগ এলাকা প্লাবিত অবস্থায় রয়েছে। গত কয়েক দিন ধরে পানি কমতে শুরু করে। কিন্তু আজ নদীর পানি বাড়তে শুরু করেছে। তাই এলাকাবাসীদের মধ্যে আবারও আতঙ্ক দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের সিলেট কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে, সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি গতকাল সন্ধ্যা ৬টার দিকে ছিল ১০ দশমিক ৫৯ সেন্টিমিটার। আজ দুপুর ১২টায় ছিল ১০ দশমিক ৭৫ সেন্টিমিটার। কানাইঘাট পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল ১৩ দশমিক ৩৫ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ১৩ দশমিক ৬৪ সেন্টিমিটার। বর্তমানে বিপৎসীমার ০ দশমিক ৮৯ সেন্টিমিটার ওপর দিয়ে পানি বইছে।
কুশিয়ারা নদীর আমলশিদ পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শেওলা পয়েন্টেও কুশিয়ারার পানি বিপজ্জনকভাবে বইছে। এখানে বিপৎসীমার ০ দশমিক ৪২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে পানি। কুশিয়ারার পানি শেরপুর পয়েন্টে গতকাল সন্ধ্যায় ছিল ৮ দশমিক ০২ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ৮ দশমিক ০৩ সেন্টিমিটার। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে গতকালের মতো আজও পানি ১০ দশমিক ৪৮ সেন্টিমিটারে রয়েছে।
কানাইঘাট দিয়ে বয়ে যাওয়া লোভা নদীর পানি গতকাল সন্ধ্যায় ছিল ১৩ দশমিক ৬০ সেন্টিমিটার। আজ দুপুরে হয়েছে ১৩ দশমিক ৯০ সেন্টিমিটার। পানি বেড়েছে গোয়াইনঘাটের সারি নদেও। এ নদীতে গতকাল সন্ধ্যা ৬টায় পানিসীমা ছিল ১০ দশমিক ৭৮ সেন্টিমিটার। আজ দুপুর ১২টায় হয়েছে ১১ দশমিক ৭৪ সেন্টিমিটার।
পাউবোর সিলেটের উপসহকারী প্রকৌশলী একেএম নিলয় পাশা বলেন, সিলেটের পাশাপাশি উজানেও বৃষ্টি হচ্ছে। এ কারণে নদনদীর পানি বাড়ছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘৫ আগস্টের চার দিন আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তারপর চার দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা ও তাঁর আত্মীয়স্বজন। তাঁর বিচার জনগণই করবে। তারা নির্বাচনে আসতে পারবে কি না, সেটি জনগণের ওপর নির্ভর করবে...
২৫ মিনিট আগেবগুড়ার দুপচাঁচিয়ায় ভাড়াটিয়া মাবিয়া চার লাখ টাকার চুক্তিতে গৃহবধূ সালমাকে হত্যার পরিকল্পনা করেন। তবে মাবিয়া চুক্তি করা অটোভ্যানচালক সুমন রবিদাসকে টাকা দেননি।
৪২ মিনিট আগেপাঁচটি গ্রাম ঘেঁষে সরকারি জলাশয় ডাহার বিল। যুগ যুগ ধরে এ বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। এ ছাড়া দেশীয় মাছ ধরে আমিষের চাহিদা মেটাত এসব গ্রামের মানুষ। তবে ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের পর রাজশাহীর দুর্গাপুর উপজেলার পৌর এলাকার শালঘরিয়াসহ পাঁচ গ্রামের ৬২ বিঘা খাস জলাশয় ডাহার...
১ ঘণ্টা আগেবিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য জ্বালানি একটা জোরের জায়গা। আমরা আগামী সপ্তাহে ৩০ থেকে ৪০টি প্রকল্পের জন্য টেন্ডার আহ্বান করবো। আমাদের বিদ্যুতের যে সমস্যা এটি বিদ্যুতের সমস্যা না...
১ ঘণ্টা আগে