Ajker Patrika

রাণীগঞ্জ সেতুতে ৩২ ঘণ্টায় ৯৭ হাজার টাকা টোল আদায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ১৩: ৫৪
রাণীগঞ্জ সেতুতে ৩২ ঘণ্টায় ৯৭ হাজার টাকা টোল আদায়

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু উদ্বোধনের পর ৩২ ঘণ্টায় ৯৭ হাজার ৭৯৭ টাকার টোল আদায় হয়েছে। গত সোমবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৮০ গাড়ি থেকে এই টোল আদায় করা হয়। 

টোল কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর প্রথম দিনে ৭৫ হাজার ২৩৭ টাকা টোল আদায় করা হয়। এখন পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুর দক্ষিণ প্রান্তে ৯৪১টি গাড়ি থেকে ৫৪ হাজার ৬০ টাকা আয় হয়েছে। উত্তর প্রান্তে ৬৭৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে ৪৩ হাজার ৭৩৭ টাকা। 

টোল প্লাজায় দায়িত্বরত ম্যানেজার আব্দুল কুদ্দুস তালুকদার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৫০ শতাংশই মোটরসাইকেল ও ছোট গাড়ি। সেই তুলনায় বড় যানবাহন অনেকটাই কম। ফলে চারটি কাউন্টারের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। যানবাহন চলাচল বাড়লে বন্ধ থাকা অপর দুই কাউন্টারও চালু করা হবে। 

অন্যদিকে, চলাচল শুরু হওয়ার পর থেকেই বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে টোল আদায়ের দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছে। 

উল্লেখ্য, গত সোমবার কুশিয়ারা সেতুর ওপর নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে রাণীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সারা দিন বিনা টোলে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর রাত ১টা থেকে টোল আদায় শুরু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত