গোয়াইনঘাটে বাজপাখি উদ্ধার, পরে বনে অবমুক্ত

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি
Thumbnail image
সিলেটের গোয়াইনঘাটে উদ্ধার করা বাজপাখি। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাটে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি বাজপাখি উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার উপজেলার জাফলংয়ের মামার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পরে পাখিটি জাফলং বনবিট এলাকায় অবমুক্ত করা হয়।

বনে অবমুক্ত করার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জাফলং বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন। তিনি জানান, আজ শুক্রবার বন বিভাগের জাফলং বনবিট কর্মকর্তাদের কাছে পাখিটি হস্তান্তর করেন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সহসভাপতি ইসমাইল আলী।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে জাফলংয়ের মামার বাজার এলাকায় একটি কলাগাছ থেকে একটি বাজপাখি উদ্ধার করেন স্থানীয়রা। পরে তাঁরা বিষয়টি বনবিট কর্মকর্তাদের জানান।

ইসমাইল আলী বলেন, আজ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশের কলাগাছে বাজপাখিটি দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করি। এরপর জাফলং বন কর্মকর্তাদের বিষয়টি জানাই। বন কর্মকর্তারা দুপুর ১২টার দিকে এলে তাঁদের কাছে পাখিটি হস্তান্তর করা হয়।

জাফলং বনবিট কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে বিলুপ্তপ্রায় প্রজাতির বাজপাখিটি উদ্ধার করে জাফলং বনবিট এলাকায় অবমুক্ত করি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

টিউলিপ সিদ্দিকের পতন ঘটাতে বাংলাদেশি ও ব্রিটিশ রাজনীতির আঁতাত

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত