বিমানের ভাড়া বৈষম্য দূর করার দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  
Thumbnail image

আন্তর্জাতিক রুটে চলাচলের ক্ষেত্রে বাংলাদেশ বিমানের বৈষম্যমূলক ভাড়া আদায় ও অভ্যন্তরীণ রুটে অতিরিক্ত ভাড়া ধার্য করায় উদ্বেগ প্রকাশ করেছে ‘সিলেট বিভাগ গণদাবি ফোরাম’ নামের সামাজিক সংগঠন। সেই সঙ্গে বিমানের ভাড়া বৈষম্য দ্রুত নিরসনের জোর দাবি জানিয়েছে সংগঠনটি।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) নগরের সুরমা ম্যানশনস কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় বক্তারা বলেন, রাজধানী ঢাকার সঙ্গে সিলেটের যোগাযোগ ও যাতায়াত অত্যন্ত দুরূহ হয়ে উঠেছে। সড়ক পথে সিলেট থেকে ঢাকায় যাতায়াতে কমপক্ষে ১০-১১ ঘণ্টা সময় ব্যয় হওয়ায় জনজীবনে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। ফলে ঢাকা-সিলেট সড়ক পথে যাতায়াতের প্রতিবন্ধকতা দূর করতে হবে।

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামে যাতায়াতকারী ট্রেনগুলো প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। আন্তনগর ট্রেনগুলোতে বগি সংকট, পানি ও লাইটের অভাব এবং ইঞ্জিন বিকল হওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার হওয়ায় রেল পথে যাতায়াতে যেমন দীর্ঘ সময় ব্যয় হচ্ছে, তেমনি সিলেটের যাত্রীরা নানা হয়রানি ও বিড়ম্বনার শিকার হচ্ছেন। সমস্যাগুলো সমাধানসহ সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম-কক্সবাজার লাইনে যাতায়াতের জন্য ইতিপূর্বে অনুমোদিত দুটি নতুন ট্রেন চালুর দাবি জানানো হয় সভায়।

সভায় বক্তারা আরও দাবি জানিয়ে বলেন, বাংলাদেশ বিমানের ভাড়া বৈষম্য ও দুর্ভোগ নিরসনে সিলেট-ঢাকা অভ্যন্তরীণ ফ্লাইট বৃদ্ধি এবং সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইনসগুলোকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিতে হবে। সেই সঙ্গে সিলেট বিভাগে গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি সংকট জরুরি ভিত্তিতে নিরসন করতে হবে।

অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি চৌধুরী আতাউর রহমান আজাদ। সভায় সিলেটের বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য দেন—সিলেট বিভাগ গণদাবী ফোরামের উপদেষ্টা বদরুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহমদ, সহ-সভাপতি কাজী গোলাম মর্তুজা, সিলেট মহানগর শাখার সভাপতি শামীম হাসান চৌধুরী, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক মেম্বার ইরশাদ আলী, সিনিয়র সদস্য কয়েছ আহমদ সাগর, আমীন তাহমিদ, মাস্টার আব্দুল মালিক, সংগঠক আবর মিয়া পীর, এম এ রকিব, শওকত আলী, গীতিকার বাহাউদ্দিন বাহার, এম এ জলিল, রিয়াজ উদ্দিন আহমদ, সাবের চৌধুরী, অ্যাডভোকেট নেপাল চন্দ্র চন্দ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত