জুমার নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৪, ২২: ০৮
আপডেট : ২০ ডিসেম্বর ২০২৪, ২২: ৩১
প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ ধলাইরপার জামে মসজিদে জুমার নামাজ আদায়কালে বশির মিয়া (৬০) নামের এক মুসল্লি মারা গেছেন। আজ শুক্রবার নামাজরত অবস্থায় তিনি ঢলে পড়েন এবং পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বশির মিয়া কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ধলাইরপার গ্রামের বাসিন্দা। বশির মিয়ার ৯ সন্তান ও স্ত্রী রয়েছে। তিনি পরিবারের একমাত্র উপার্জনকারী লোক ছিলেন।

বশির মিয়ার ফুপাতো ভাই মো. ইব্রাহীম মিয়া জানান, জুমার নামাজের সুন্নত পড়ার সময় বশির মিয়া হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় মুসল্লিরা দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাঁর আগেই তিনি মারা যান।

বশির মিয়ার বড় ছেলে রকিব মিয়া বলেন, ‘বাবা প্রতিদিন মসজিদে নামাজ পড়তেন। আল্লাহ তাঁকে এমন সুন্দর মৃত্যু দিয়েছেন। আমরা তাঁর জন্য দোয়া করি, তিনি যেন বেহেশত লাভ করেন।’

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাজেদুল কবির জানান, বশির মিয়াকে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গাড়িচাপায় বুয়েট ছাত্র নিহতের ঘটনায় ৩ আসামি কারাগারে

পুতিনের আর্কটিক ঘাঁটির কাছে রহস্যময় বিস্ফোরণ—আকাশে বিচ্ছুরণ, কেঁপেছে ঘরবাড়ি

কৃত্রিম দ্বীপে ‘সবচেয়ে বড় বিমানবন্দর’ নির্মাণ করছে চীন

মাহফুজ আলমের ‘ফেসবুক পোস্ট’ নিয়ে ভারতের প্রতিবাদ

হামাস—হিজবুল্লাহ নির্মূল, সিরিয়ার ভূখণ্ডে দখলদারিত্বের পর ইরানে দৃষ্টি দেবেন নেতানিয়াহু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত