Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ 

সিলেট প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ 

বকেয়া বেতন ও মজুরির দাবিতে এক ঘণ্টা সড়ক অবরোধ করেছে সিলেটের তারাপুর চা-বাগানের শ্রমিকেরা। পাশাপাশি শ্রমিকেরা বাগানের জায়গায় দোকান নির্মাণের প্রতিবাদ জানিয়েছেন। 

আজ শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বাগানের ভেতরের গোয়াবাড়ি রাস্তা অবরোধ করেন। পরে পঞ্চায়েত কমিটির নেতাদের সঙ্গে কথা বলে পুলিশ তাদের সরিয়ে দেয়। 

আন্দোলনরত চা শ্রমিক সঞ্জীব রায় বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষিত বকেয়া বেতনের টাকাগুলো আমরা এখনো পুরো পাইনি। এ ছাড়া গত দুই সপ্তাহের রানিং বেতনও আটকা পড়েছে। আমরা বেতন প্রদানের দাবি জানালে বাগানের মালিকপক্ষ, বিশেষ করে ম্যানেজার আমাদের হুমকি-ধমকি দেন।’ 

এ ছাড়া রাগীব আলী মেডিকেলের পাশে তারাপুর চা বাগানের কিছু জায়গা অবৈধভাবে বিক্রি করে দিয়েছে মালিকপক্ষ। এই জায়গায় তিনটি দোকান নির্মাণ করা হচ্ছে। এসব নির্মাণাধীন দোকান উচ্ছেদের দাবি জানান তাঁরা। 

চা শ্রমিক সঞ্জীব রায় আরও বলেন, ‘দুপুরের বৈঠকে কোনো সুরাহা না হওয়ায় আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি, কাজে যাচ্ছি না। সন্ধ্যায় আমাদের পঞ্চায়েত কমিটির বৈঠক রয়েছে। বৈঠক থেকে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হতে পারে।’ 

চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা আজকের পত্রিকাকে জানান, গত বৃহস্পতিবারের মজুরি চা শ্রমিকেরা পাননি। ফলে তাঁরা রাস্তায় নামেন। এমনকি বাগান এলাকায় একটি দোকান নির্মাণ নিয়েও শ্রমিকেরা ক্ষুব্ধ। 

জানতে চাইলে তারাপুর চা বাগানের ব্যবস্থাপক রিংকু চক্রবর্তী বলেন, ‘শ্রমিকেরা বাগান বন্ধ রেখেছেন। সে জন্য তাঁদের বেতন দেওয়া হয়নি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। নতুন করে কোনো দোকান নির্মাণ হয়নি, আগে থেকে চালু একটি দোকান সম্প্রসারণ করা হচ্ছে। বাগানের আয়ের জন্যই কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তা করা হচ্ছে।’ 

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমরা গিয়ে অবরোধ তুলে দেই। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। সন্ধ্যার পর তাঁরা নিজেদের মধ্যে বৈঠক করে বিষয়টি সমাধান করবেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত