নিজস্ব প্রতিবেদক, সিলেট
সিলেটে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে দুই সপ্তাহ ধরে। রাত-দিন সমানতালে চলছে লোডশেডিং। এদিকে এক গ্রাহক স্থানীয় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এক প্রকৌশলীকে হুমকি দিয়েছেন বলে জানায় জিডি করেছেন।
গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন ওই প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এ ঘটনায় প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও তাঁর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এলাকাবাসীর অভিযোগ, গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হয়েছে। নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকেরা। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ / ৩ ঘণ্টাই অন্ধকারে থাকতে হয়। ঈদের পরই ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে লোডশেডিং ও গরমের তীব্রতায় শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গত রোববার রাতে নগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বুধবার সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করে সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘প্রকৌশলী জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন।’
সিলেটে লোডশেডিংয়ের মাত্রা বেড়েছে দুই সপ্তাহ ধরে। রাত-দিন সমানতালে চলছে লোডশেডিং। এদিকে এক গ্রাহক স্থানীয় পিডিবির (বিক্রয় ও বিতরণ বিভাগ-২) এক প্রকৌশলীকে হুমকি দিয়েছেন বলে জানায় জিডি করেছেন।
গতকাল মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন ওই প্রকৌশলী শামছ-ই-আরেফিন।
জিডিতে উল্লেখ করা হয়েছে, গত সোমবার বিকেল ৫টা ১০ মিনিটে প্রকৌশলী শামছ-ই-আরেফিনের সরকারি মোবাইলে অজ্ঞাতনামা এক ব্যক্তি কল করেন। তিনি প্রথমে বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে চান। এরপর প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করেন। একপর্যায়ে ওই ব্যক্তি অশ্রাব্য ভাষায় গালিগালাজ ও মারধরের হুমকি দেন। এ ঘটনায় প্রকৌশলী শামছ-ই-আরেফিন ও তাঁর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা জানমালের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
এলাকাবাসীর অভিযোগ, গত ২৪ ঘণ্টার মধ্যে ১০ থেকে ১২ ঘণ্টারও বেশি সময় নগরে লোডশেডিংয় হয়েছে। নগর ও আশপাশের এলাকায় তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ বিদ্যুৎ গ্রাহকেরা। এক ঘণ্টা বিদ্যুৎ থাকলে ২ / ৩ ঘণ্টাই অন্ধকারে থাকতে হয়। ঈদের পরই ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। ফলে লোডশেডিং ও গরমের তীব্রতায় শিক্ষার্থীদের পড়ালেখাও ব্যাহত হচ্ছে। এ অবস্থায় গত রোববার রাতে নগরে লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভ করেন ভুক্তভোগীরা। এ নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী।
আজ বুধবার সন্ধ্যায় জিডির বিষয়টি নিশ্চিত করে সিলেট নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘প্রকৌশলী জিডি করেছেন। বিষয়টি তদন্তাধীন।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে