শাবিপ্রবি প্রতিনিধি
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের এক দফা দাবিতে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে আন্দোলন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধ কর্মসূচি চলাকালে প্রবল বৃষ্টি শুরু হলেও সরে যাননি আন্দোলনকারীরা। ন্যায্য দাবি আদায়ে বৃষ্টিকে গায়ে মেখেই আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। দফায় দফায় প্রবলবেগে বৃষ্টি হলেও আন্দোলনে অনড় ছিলেন।
আজ বুধবার বেলা ১১টার দিকে ক্যাম্পাসের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। পরে দুপুর ১২টার দিকে মিছিলটি নিয়ে প্রধান ফটকে অবস্থান করে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। যা সন্ধ্যা পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা।
এ সময় রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়। অবরোধে বৃষ্টির মাঝে দুর্ভোগে পড়েন হাজারো মানুষ। অন্যদিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স ও পরীক্ষার্থীদের নির্বিঘ্নে চলাচলে সহযোগিতা করছেন।
আন্দোলনকারীদের দাবি সরকারি চাকরিসহ শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে সকল ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করতে হবে এবং শুধুমাত্র অনগ্রসর গোষ্ঠীর কথা মাথায় রেখে স্বল্প কিছু কোটা রেখে সংসদে আইন করে এই কোটা বৈষম্যের ইতি টানতে হবে।
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার সাহাবুদ্দিন মিয়া, এই আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেন। তিনি জানান, শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক। একটা স্বাধীন দেশে কখনই বৈষম্য থাকতে পারে না। সরকারের উচিত শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া। ভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, আন্দোলন যেহেতু যৌক্তিক তাহলে একটু ভোগান্তি তো পোহাতেই হবে। তবে অন্যান্য যাত্রীরা তিক্ত অভিজ্ঞতা প্রকাশ করেন।
আন্দোলনকারী শিক্ষার্থী নুর উদ্দিন রাজু বলেন, একটি স্বাধীন দেশে কোটা প্রথা চালু মানে মেধাবীদের অবমূল্যায়ন করা। সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক যে কোটা রাখা হয়েছে তা বাতিল করা হোক। অনগ্রসর ও প্রতিবন্ধীদের জন্য ন্যূনতম কোটা রেখে সংসদে আইন পাস করতে হবে। নতুবা ছাত্র সমাজের এ আন্দোলন চলমান থাকবে।
কুমিল্লার বুড়িচং উপজেলার মাধবপুরে ট্রেনে কাটা পড়ে নিহত তিন যুবক ভবুঘরে বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার (২৩ এপ্রিল) ভোরে তাঁরা ট্রেনে কাটা পড়েন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
১৯ মিনিট আগেবৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামসহ ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
৩৯ মিনিট আগেনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পিকআপভ্যানের ধাক্কায় জাহিদুল ইসলাম জুয়েল (৩৭) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪২ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) শিক্ষক সমিতির নেতারা বলেছেন, ১৮ ফেব্রুয়ারি সংঘর্ষের ঘটনায় দোষ থাকলে উপাচার্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আর দোষী না হলে তাঁর মর্যাদা সমুন্নত রাখা হোক। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা এ কথা বলেন। এ সময় শিক্ষক সমিতির সভাপতি শাহিদুল ইসলাম
১ ঘণ্টা আগে