মৌলভীবাজারে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
Thumbnail image

মৌলভীবাজারে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সবজি, লিচু, আম ও কাঁঠালের পাশাপাশি বোরো ধানের ফুল ঝরে পরছে। ফসল নষ্টের চিন্তায় কৃষকের কপালে এখন চিন্তার ভাঁজ।

কৃষকেরা জানান, গতকাল রোববার মধ্যে রাতে কালবৈশাখী ঝরের সঙ্গে প্রায় ৩০-৪০ মিনিট শিলাবৃষ্টি হয়েছে। এই শিলাবৃষ্টির কারণে বোরো ধানের অনেক ক্ষতি হয়েছে। যেসব ধানে ফুল এসেছে এসব নষ্ট হওয়ার সম্ভাবনা বেশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জেলায় ৬১ হাজার হেক্টর জমিতে বোরো ধান চাষ করা হয়েছে। কিছু জমিতে ধানের ফুল এসেছে। এসব ধানের ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। আগামী দু-এক দিনের মধ্যে পুরোপুরি তথ্য জানা যাবে।

জেলার বিভিন্ন ইউনিয়নের বোরো ধানের মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ ধানে ফুল এসেছে। যেসব এলাকায় শিলা বৃষ্টি হয়েছে এসব ধান গাছের অনেক ফুল নষ্ট হয়েছে।

জেলার কমলগঞ্জ উপজেলার কৃষক লেবু মিয়া বলেন, ‘৪ বিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। গতকাল রাতে প্রচুর শিলা বৃষ্টিতে আমার ধান গাছের অনেক ফুল ঝরে পরেছে। বোরো ধান নষ্ট হলে আমার অনেক ক্ষতি হবে।

কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায় বলেন, উপজেলার কয়েকটি ইউনিয়ন বেশি শিলা বৃষ্টি হয়েছে। এসব এলাকায় কিছু ধান গাছের ক্ষতি হলেও এগুলো আবার ঠিক হয়ে যাবে। এখন সময় আছে নতুন করে ধান গাছে আবার ফুল ফুটবে।

জেলা কৃষি সম্প্রসারণে অধিদপ্তরের উপপরিচালক মো. সামছুদ্দিন আহমেদ বলেন, প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে ৭০-৮০ হেক্টর জমির ফসল শিলা বৃষ্টির কারণে ক্ষতি হতে পারে। তবে পুরোপুরি তথ্য পেতে কিছু সময় যাবে। শিলা বৃষ্টিতে যেসব ধানের ফুল পরেছে এগুলো আবার ঠিক হয়ে যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত