জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি অংশ না নেয়, নির্বাচন আটকে থাকবে না।’
আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। একটি দলের দেশের জনগণের প্রতি আস্থা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়।’
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দল আওয়ামী লীগ আর তাঁদের নেতা শেখ হাসিনা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ। পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী উপজেলার ৩৭১ জন উপকারভোগীদের মধ্যে অনুদানের নগদ ৪ লাখ ৭৩ হাজার ২৫ টাকা বিতরণ করেন।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক আমরা চাই। তবে কেউ যদি অংশ না নেয়, নির্বাচন আটকে থাকবে না।’
আজ রোববার সুনামগঞ্জের জগন্নাথপুরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
মন্ত্রী বলেন, ‘বিশৃঙ্খলা করে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। একটি দলের দেশের জনগণের প্রতি আস্থা নেই। তারা বিশৃঙ্খলা করে ক্ষমতায় যেতে চায়।’
এম এ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। হতদরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের দল আওয়ামী লীগ আর তাঁদের নেতা শেখ হাসিনা।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, পরিকল্পনামন্ত্রীর জ্যেষ্ঠ পুত্র ব্যাংকার শাহাদাৎ মান্নান অভি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসাইন প্রমুখ। পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন।
অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী উপজেলার ৩৭১ জন উপকারভোগীদের মধ্যে অনুদানের নগদ ৪ লাখ ৭৩ হাজার ২৫ টাকা বিতরণ করেন।
মিসরের ইজিপ্ট এয়ারের দুটি উড়োজাহাজ ভাড়ায় অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাঁচ কর্মকর্তাকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন বিমানের এই কর্মকর্তাদের কারাগারে
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের কুতুবপুরে কবরস্থানের গাছ থেকে হাসান আহমেদ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার কুতুবপুর ইউনিয়নের শাহী মহল্লা কবরস্থানের কবর খননকারী কয়েক ব্যক্তি লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
১০ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে ব্যানারে না দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে জড়ানো
১৭ মিনিট আগেটাঙ্গাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠিয়েছেন আদালত। ১৫ দিনের রিমান্ড শেষে আজ রোবাবর তাঁকে টাঙ্গাইলের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট
২৫ মিনিট আগে