সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জে হাওর অঞ্চল ও পৌর শহরের এলাকাগুলোতে নদীর পানি বাড়ছে। এর মধ্যে আজ বুধবার ভোর থেকে একটানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কে আছে মানুষ। এসব এলাকার ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কায় আছে। জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন।
আজ বুধবার সকাল থেকে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে। গতকালের চেয়ে পানি কিছুটা কমেছে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ও পর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কিন্তু ভোর থেকে একটানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এতে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, মরাটিলা, ধোপাখালী, বাঁধনপাড়া, বলাকা, মোহাম্মদপুর, ষোলঘর, নবীনগর, কাজীর পয়েন্টসহ বিভিন্ন এলাকায় পানি বেড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলায় বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার, লাউড়ের গড়ে ৭৮ মিলিমিটার, ছাতকে ৮৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি কমলেও বর্ষণ অব্যাহত থাকায় পানি বাড়তে পারে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে ৫ টন করে জিআর চাল দেওয়া হয়েছে। বর্তমানে ৬০০ টন জিআর চাল মজুত রয়েছে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এ ছাড়া এ পর্যন্ত নগদ ১০ লাখ টাকা বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে।
সুনামগঞ্জে হাওর অঞ্চল ও পৌর শহরের এলাকাগুলোতে নদীর পানি বাড়ছে। এর মধ্যে আজ বুধবার ভোর থেকে একটানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কে আছে মানুষ। এসব এলাকার ৫ লক্ষাধিক মানুষ পানিবন্দী হওয়ার আশঙ্কায় আছে। জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন।
আজ বুধবার সকাল থেকে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে। গতকালের চেয়ে পানি কিছুটা কমেছে। মঙ্গলবার সকালে সুরমা নদীর পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৬৮ সেন্টিমিটার ও পর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
কিন্তু ভোর থেকে একটানা বৃষ্টিপাত শুরু হওয়ায় আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ। এতে সুনামগঞ্জ পৌর শহরের নতুনপাড়া, মরাটিলা, ধোপাখালী, বাঁধনপাড়া, বলাকা, মোহাম্মদপুর, ষোলঘর, নবীনগর, কাজীর পয়েন্টসহ বিভিন্ন এলাকায় পানি বেড়েছে।
সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার আজকের পত্রিকাকে বলেন, পানি সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৪০ সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে। ছাতক উপজেলায় বিপৎসীমার ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১০০ মিলিমিটার, লাউড়ের গড়ে ৭৮ মিলিমিটার, ছাতকে ৮৪ মিলিমিটার এবং দিরাইয়ে ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নদীর পানি কমলেও বর্ষণ অব্যাহত থাকায় পানি বাড়তে পারে। বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে।
এদিকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর ও জগন্নাথপুরে ৫ টন করে জিআর চাল দেওয়া হয়েছে। বর্তমানে ৬০০ টন জিআর চাল মজুত রয়েছে বলে জানান সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলায় ৫১৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। শুকনো খাবার, শিশুখাদ্য ও গোখাদ্যের জন্য আমরা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছি। এ ছাড়া এ পর্যন্ত নগদ ১০ লাখ টাকা বিভিন্ন উপজেলায় দেওয়া হয়েছে।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
৩ মিনিট আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
১১ মিনিট আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
১ ঘণ্টা আগে