নিজস্ব প্রতিবেদক, সিলেট
নিজেদের সম্মানী ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করাসহ ১৫ দফা দাবি জানিয়েছেন সিলেটের বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের দাবি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা পর্যাপ্ত নয়। সময়ের সঙ্গে সম্মানী ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
গতকাল শনিবার রাতে সিলেট সার্কিট হাউসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির সঙ্গে মত বিনিময়কালে সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন তাঁরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২টি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য গিয়ে হয়রানি হতে হয়। বাংলাদেশে বিসিএস ক্যাডার, সচিব উচ্চপদস্থ কর্মকর্তা আসবে যাবে কিন্তু মুক্তিযোদ্ধারা বারবার আসবে না। কয়েক বছর পর দুরবিন দিয়ে খুঁজেও মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে আমরা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি। মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল না। বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের কখনোই নিরাশ করেননি, এখনো করবেন না।’
এ সময় শাজাহান খান নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান লেবু। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানার পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এ. বি. এম সুলতান আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ।
নিজেদের সম্মানী ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করাসহ ১৫ দফা দাবি জানিয়েছেন সিলেটের বীর মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধাদের দাবি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা পর্যাপ্ত নয়। সময়ের সঙ্গে সম্মানী ভাতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।
গতকাল শনিবার রাতে সিলেট সার্কিট হাউসে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপির সঙ্গে মত বিনিময়কালে সরকারের কাছে এসব দাবি তুলে ধরেন তাঁরা।
এ সময় বীর মুক্তিযোদ্ধারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২টি হাসপাতালে মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন। কিন্তু মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য গিয়ে হয়রানি হতে হয়। বাংলাদেশে বিসিএস ক্যাডার, সচিব উচ্চপদস্থ কর্মকর্তা আসবে যাবে কিন্তু মুক্তিযোদ্ধারা বারবার আসবে না। কয়েক বছর পর দুরবিন দিয়ে খুঁজেও মুক্তিযোদ্ধা পাওয়া যাবে না।
সিলেট জেলা প্রশাসন আয়োজিত এই মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেন, ‘জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করে আমরা মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছি। মহাকালের মহানায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতা সম্ভব ছিল না। বঙ্গবন্ধু মানুষের প্রতি আস্থাশীল ছিলেন। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও মুক্তিযোদ্ধাদের সম্মান ও মর্যাদা দিয়েছেন। প্রধানমন্ত্রী আমাদের কখনোই নিরাশ করেননি, এখনো করবেন না।’
এ সময় শাজাহান খান নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার জন্য মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেটের ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লুৎফুর রহমান লেবু। মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ভবতোষ রায় বর্মণ রানার পরিচালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সম্মিলিত মুক্তিযোদ্ধা সংসদের সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তিযোদ্ধা এ. বি. এম সুলতান আহমদ।
সভায় আরও বক্তব্য রাখেন—বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজনীন হোসেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান প্রমুখ।
লক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১৯ মিনিট আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩৩ মিনিট আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় দুই সাংবাদিককে জিম্মি করে বেধড়ক মারধরের পর মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফেরার পথে গাজীপুরে এই ঘটনা ঘটে। পরে সেখানে সড়কের পাশে তাঁদের ফেলে রেখে যায়।
১ ঘণ্টা আগে