Ajker Patrika

৩০ লাখ টাকা পাওনা, তিন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নামিয়ে ফেলল সিসিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ২২: ২৮
৩০ লাখ টাকা পাওনা, তিন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নামিয়ে ফেলল সিসিক

সিলেট মহানগরের বিভিন্ন স্থানে স্থাপিত বিজ্ঞাপনী বিলবোর্ড বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ভাড়া দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। এসবের মধ্যে তিনটি প্রতিষ্ঠানের কাছে সাড়ে ৩০ লাখেরও বেশি টাকা পাওনা রয়েছে। বারবার নোটিশ দেওয়ার পরও প্রতিষ্ঠানগুলো টাকা দিচ্ছে না।

আজ মঙ্গলবার অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বিলবোর্ড থেকে অপসারণ করেছেন সিসিকের ভ্রাম্যমাণ আদালত।

সিসিক সূত্র জানায়, সিলেট মহানগরের সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলোতে বিজ্ঞাপন দেওয়া তিনটি প্রতিষ্ঠানের কাছে ৩০ লাখ ৬৫ হাজার টাকা পায় সিসিক। একাধিকার তাদের নোটিশ দিলেও বকেয়া টাকা পরিশোধ করছে না প্রতিষ্ঠানগুলো। ফলে আজ দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে সুবিধবাজার ও পাঠানটুলা এলাকার বিলবোর্ডগুলো থেকে এসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন অপসারণ করা হয়।

প্রতিষ্ঠান তিনটি হচ্ছে সিটি লিংক, এ টু জেড ও অর্কিড অ্যাড। এগুলোর মধ্যে সিটি লিংকের কাছে ৫ লাখ ৫২ হাজার ৪৫০ টাকা, এ টু জেড–এর কাছে ১৯ লাখ ২০ হাজার ও অর্কিড অ্যাডের কাছে ৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা পাওনা সিসিকের।

অভিযানে নেতৃত্ব দেন সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান। সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশের একটি টিম।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান বলেন, তিনটি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘদিন ধরে টাকা পাওনা থাকায় এবং বারবার নোটিশ দেওয়ার পরও টাকা না দেওয়ায় আজ তাদের বিজ্ঞাপনগুলো অপসারণ করা হয়েছে। আবারও তাদের নোটিশ দেওয়া হবে। এরপরও টাকা না দিলে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত