Ajker Patrika

বঙ্গবন্ধুর ম্যুরাল যারা ভেঙেছে, খুঁজে বের করে শাস্তির দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বঙ্গবন্ধুর ম্যুরাল যারা ভেঙেছে, খুঁজে বের করে শাস্তির দাবি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। সকালে সিলেট নগরের মেন্দিবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরম আলী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ। 

বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী লেখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.), হজরত বোরহান উদ্দিনের (রহ.) মাজারসহ সিলেট মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত