নিজস্ব প্রতিবেদক, সিলেট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। সকালে সিলেট নগরের মেন্দিবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরম আলী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী লেখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.), হজরত বোরহান উদ্দিনের (রহ.) মাজারসহ সিলেট মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল যারা ভেঙেছে, তাঁদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মুক্তিযোদ্ধারা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ড, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সিলেট জেলা ও মহানগরের যৌথ উদ্যোগে আয়োজিত শোক সভা, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তাঁরা এ দাবি জানান। সকালে সিলেট নগরের মেন্দিবাগ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আকরম আলী। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ডের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের দপ্তর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবেদার মেজর মো. রফিক উদ্দীন গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ফেসবুক পোস্টে সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী লেখেন, ‘স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির পিতার পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে আজ বাদ জোহর হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.), হজরত বোরহান উদ্দিনের (রহ.) মাজারসহ সিলেট মহানগরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় বিশেষ দোয়া, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।’
সিলেটে সাতটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।
৭ মিনিট আগে‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৫ মিনিট আগেগত ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঘটনার পর থেকে দেশের উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১৮ মিনিট আগে