সিলেটের রেজিস্টারি মাঠে বিএনপির সমাবেশ বুধবার

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২১: ০৯
Thumbnail image

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কাল বুধবার বেলা আড়াইটার দিকে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী।

বুধবার বেলা আড়াইটায় সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর আম্বারখানা পয়েন্টে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবসে গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপি সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে। ওই কর্মসূচিতে সিলেট জেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা–কর্মীদের উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী অনুরোধ জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত