ঢল ও বৃষ্টিতে হবিগঞ্জে বাড়ছে নদীর পানি, প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২২ আগস্ট ২০২৪, ১৪: ৩০
আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৫: ২৫

কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলায় বাড়ছে নদী-নদীর পানি। একই সঙ্গে ডুবছে জেলার নিম্নাঞ্চল। আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চুনারুঘাট উপজেলায় খোয়াই নদের বাল্লা পয়েন্টে বিপৎসীমার ২৭৮ সেন্টিমিটার, শায়েস্তাগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১৬৭ সেন্টিমিটার ও হবিগঞ্জ সদর উপজেলার মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

এ ছাড়া কুশিয়ারা নদীর শেরপুর পয়েন্টে ৮ সেন্টিমিটার, বানিয়াচং মার্কুলি পয়েন্টে ৯ সেন্টিমিটার ও আজমিরীগঞ্জের কালনী নদীতে ২২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। জেলায় গত ২৪ ঘণ্টায় মোট বৃষ্টিপাত হয়েছে ৫২ মিলিমিটার। বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ।

খোয়াই নদের পানি মাছুলিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ছবি: আজকের পত্রিকাএদিকে বৃষ্টি ও ঢলের কারণে জেলার বেশ কয়েকটি উপজেলার অন্তত ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সাধারণ মানুষের ঘরবাড়ির সঙ্গে বন্যার পানিতে ভেসে যাচ্ছে রোপা আমনের বীজতলাসহ মাছের ঘের। বন্যাদুর্গতের মধ্যে দেখা দিয়েছে চরম দুর্ভোগ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত