সিলেট প্রতিনিধি
সিলেটে ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে নগরের নিচু এলাকার বেশির ভাগ স্থানই পানিতে ডুবে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
এর আগে গত ২ জুন রাত ও ৮ জুন রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, নগরের উপশহর, সোবহানীঘাট, দরগা মহল্লা, পায়রা, তেরো রতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে। সকালের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর শনিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা ৩টার দিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার থেকে ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যেখানে বিপৎসীমা ধরা হয় ৯ দশমিক ৪৫ মিটার। আর বাকি পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও গতকাল রোববার বেলা ৩টা থেকে বিকেল থেকে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নগরের অভিজাত এলাকা উপশহরের বাসিন্দা আল আমিন আহমদ জানান, প্রতিনিয়ত পানিতে ডুবে যাওয়ার জন্য এই এলাকাই যেন নির্ধারিত হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা। যার কারণে বাসার বাইরে যাওয়াই যায় না। সকালের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর অনেক বাসার নিচতলায় পানিও ঢুকেছে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ‘সিলেটে ইদানীং রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। যার কারণে সঙ্গে সঙ্গে পানি যেতে পারে না। আর জলাবদ্ধতার জন্য নগরের বাসিন্দাদের সচেতন হতে হবে। ড্রেনের যেদিক দিয়ে পানি যাবে, সেই দিকে নগরবাসী ময়লা-আবর্জনা ফেলে মুখ বন্ধ করে দেন। যার কারণে পানি যেতে পারে না। এতে করে আটকে যায় পানি।’
সিলেটে ভোর থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে নগরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে করে নগরের নিচু এলাকার বেশির ভাগ স্থানই পানিতে ডুবে যায়। ফলে ভোগান্তিতে পড়েন ওই এলাকার বাসিন্দারা।
এর আগে গত ২ জুন রাত ও ৮ জুন রাতের কয়েক ঘণ্টার বৃষ্টিতে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
আজ সোমবার সরেজমিন দেখা গেছে, নগরের উপশহর, সোবহানীঘাট, দরগা মহল্লা, পায়রা, তেরো রতন, মাছিমপুর, তালতলা ও শেখপাড়া এলাকায় বৃষ্টির পানি জমেছে। এসব এলাকার কোথাও কোথাও হাঁটুসমান পানি জমেছে। সকালের টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হয়েছে।
সিলেটের আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত সিলেটে ১৩৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর আগে গতকাল রোববার সকাল ৬টা থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আর শনিবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
সিলেটের পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, আজ সোমবার বেলা ৩টার দিকে কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার থেকে ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যেখানে বিপৎসীমা ধরা হয় ৯ দশমিক ৪৫ মিটার। আর বাকি পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুরমা নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হলেও গতকাল রোববার বেলা ৩টা থেকে বিকেল থেকে ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
নগরের অভিজাত এলাকা উপশহরের বাসিন্দা আল আমিন আহমদ জানান, প্রতিনিয়ত পানিতে ডুবে যাওয়ার জন্য এই এলাকাই যেন নির্ধারিত হয়ে গেছে। অল্প বৃষ্টি হলেই শুরু হয় জলাবদ্ধতা। যার কারণে বাসার বাইরে যাওয়াই যায় না। সকালের বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর অনেক বাসার নিচতলায় পানিও ঢুকেছে।
সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্কর বলেন, ‘সিলেটে ইদানীং রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়। যার কারণে সঙ্গে সঙ্গে পানি যেতে পারে না। আর জলাবদ্ধতার জন্য নগরের বাসিন্দাদের সচেতন হতে হবে। ড্রেনের যেদিক দিয়ে পানি যাবে, সেই দিকে নগরবাসী ময়লা-আবর্জনা ফেলে মুখ বন্ধ করে দেন। যার কারণে পানি যেতে পারে না। এতে করে আটকে যায় পানি।’
২ মার্চকে ‘জাতীয় পতাকা দিবস’ হিসেবে স্বীকৃতি দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ২ মার্চ পতাকা দিবস ঘোষণার দাবিতে ‘হৃদয়ে পতাকা ২ মার্চ’ আয়োজিত প্রতিবাদী সমাবেশে তিনি এই আহ্বা
২ মিনিট আগেদেশের বিশিষ্ট সম্পাদক এবং প্রবীণ সাংবাদিক নূরুল কবীর সম্প্রতি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে অন্তর্বতীকালীন সরকারের প্রেস উইং।
২৭ মিনিট আগেবগুড়া সরকারি আজিজুল হক কলেজে দর্শন বিভাগের পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত কনসার্টে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার রাত ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেসেমিনারে বক্তারা বলেন, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা নানা কারণে ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে। এই আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে অন্তর্বর্তী সরকারকে আরও কার্যকর ও জোরালো পদক্ষেপ নিতে হবে। গণ-আন্দোলনের সাফল্য নিশ্চিত করতে হলে সামগ্রিক সংস্কারের মাধ্যমে জন-আকাঙ্ক্ষাকে একটি কার্যকর রাজনৈতিক...
১ ঘণ্টা আগে