কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।
গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ-ভারত সীমান্তের শূন্য রেখা থেকে গোপাল বাক্তি (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২২ ডিসেম্বর) দুপুরে লাশটি উদ্ধার করে বিজিবি ও পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে জানিয়েছে পুলিশ।
গোপাল উপজেলার নিউ সমনবাগ চা-বাগানের মোকাম সেকশনের সাবেক ইউপি সদস্য অকিল বাক্তির ছেলে। তিনি চা বাগানে কাজ করতেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সকালে গোপালসহ আরও কয়েকজন শ্রমিক বাঁশ কেটে আনতে পাথারিয়া পাহাড়ের দুর্গম জঙ্গলে যান। সেখান থেকে বাড়ি না ফেরায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। আজ ভোরে তাঁরা খবর পান বিজিবি-৫২ ব্যাটালিয়নের বিওসি টিলা বিওপির আওতাধীন সীমান্ত পিলারের মধ্যবর্তী শূন্য রেখার জঙ্গলে একটি লাশ পড়ে রয়েছে। খবর পেয়ে বিজিবি ও থানা-পুলিশ স্বজনদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে গোপালের লাশ শনাক্ত করে। পরে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহতের পরিবারের দাবি, অসাবধানতাবশত সীমান্তের শূন্য রেখার কাছে গেলে গোপাল বাক্তিকে গুলি করে হত্যা করে বিএসএফ। গোপালের শরীরে গুলির চিহ্ন রয়েছে।
নিহত গোপাল বাক্তির সঙ্গে থাকা শ্রমিকদের বরাত দিয়ে দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইমরান আহমদ বলেন, ‘গোপাল বাক্তিসহ আরও কয়েকজন দিনমজুর পাহাড়ে বাঁশ কাটতে যান। এ সময় বিএসএফ গুলি করলে গোপাল বাক্তি নিহত হন। তার সঙ্গে থাকা অন্যরা সেখান থেকে পালিয়ে আসেন। ভয়ে, তারা মুখ খুলেনি।’
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ যাচাই করা সম্ভব হয়নি। তবে নিহতের দেহে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কুষ্টিয়ার দৌলতপুরে কোটি টাকা মূল্যের ৪১টি মহিষ লুটের ঘটনায় করা মামলায় ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানসহ ১১ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার মামলায় অভিযুক্ত ব্যক্তিরা কুষ্টিয়া আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কুষ্টিয়া
৮ মিনিট আগেনেত্রকোনার খালিয়াজুরীতে দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মো. আব্দুস সালাম (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়। উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামে মাটি কাটা নিয়ে ২ এপ্রিল সংঘর্ষে আহত হয়েছিলেন আব্দুস সালাম। তিনি পাঁচহাট গ্রামের বাস
১৩ মিনিট আগেনেত্রকোনার দুর্গাপুর উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের মউ গ্রামের সুলেমা খাতুন এখন সাত সন্তান ও অসুস্থ শাশুড়িকে নিয়ে থাকেন ছোট একটি ঘরে। নেই নির্ভর করার মতো কেউ, নেই নিয়মিত কোনো আয়ের উৎস। কোনো দিন দুবেলা খেতে পারেন, কোনো দিন উপোস থাকতে হয়। বড় ছেলে আইসক্রিম বিক্রি করে যেটুকু আনেন, সেটাই একমাত্র অবলম্বন।
১৫ মিনিট আগেবিআইডব্লিউটিসি জানিয়েছে, জলযান দুটির নাম পরিবর্তনের ফলে কোনো মালিকানা, আর্থিক বা প্রশাসনিক আপত্তি থাকলে বিজ্ঞপ্তি প্রকাশের পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম নৌ-বাণিজ্য দপ্তরের প্রিন্সিপাল অফিসার বরাবর লিখিত আবেদনের অনুরোধ করা হয়েছে।
১৮ মিনিট আগে