Ajker Patrika

সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৮: ০৫
সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেপ্তার ২

সিলেটে ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বুধবার সকালে সিলেট শহরতলির কাকুয়ারপাড় এলাকা থেকে এসব চিনি জব্দ করা হয়। এ সময় একটি ট্রাক ও একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের গোয়াইনঘাটের বেরিবিলের মমিনুল হকের ছেলে সুজন আহমেদ (২০) এবং সিলেট সদরের কাঁঠালপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুমন মিয়া (৩০)।

আজ বুধবার সকালে সিলেট শহরতলির কাকুয়ারপাড়ের সিলেট-কোম্পানীগঞ্জগামী রাস্তার ওপর চেকপোস্ট বসায় পুলিশ। সেখানে সিলেটগামী একটি রেজিস্ট্রেশনবিহীন ট্রাক আটকে তল্লাশি করে পুলিশ। এ সময় বিভিন্ন রঙের বস্তায় ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। যেখানে ৫ হাজার ১২৩ কেজি চিনি রয়েছে। যেগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১৪ হাজার ৭৬০ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের বিরুদ্ধে থানায় মামলা করে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মালামাল ও গাড়িগুলো জব্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত