প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)
ছাতকের বহুল আলোচিত নিখোঁজ তরুণীকে দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে মৌলভীবাজার বড়লেখা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে তরুণী বলছেন—অপহৃত হননি। সেচ্ছায় প্রেমিকের বাড়িতে গিয়ে ছিলেন তিনি।
জানা যায়, গত ৩০ মে রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী ওই তরুণী নিখোঁজ হন। ওই রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হলেও আর ঘরে ফেরেননি। তরুণীর মা ৩ জুন ছাতক থানায় জিডি করেন। এরপর গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম বড়লেখা থানা পুলিশের সহায়তায় অভিযান চালান। বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঘরুয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়। রাতেই তাঁকে ছাতক থানায় নিয়ে আসা হয়। আজ রোববার বিকেলে তরুণীকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
তরুণীর স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, ফোনে ঘরুয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল জলিলের সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩০ মে রাতে তিনি পালিয়ে প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন। আব্দুল জলিল সৌদিতেই রয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে তরুণী স্বেচ্ছায় প্রেমিকের ঘর ছেড়ে পুলিশের সঙ্গে চলে আসেন।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, তরুণীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তরুণী ও তাঁর পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
ছাতকের বহুল আলোচিত নিখোঁজ তরুণীকে দুই মাস পর উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার মধ্যরাতে মৌলভীবাজার বড়লেখা থেকে তাঁকে উদ্ধার করা হয়। তবে তরুণী বলছেন—অপহৃত হননি। সেচ্ছায় প্রেমিকের বাড়িতে গিয়ে ছিলেন তিনি।
জানা যায়, গত ৩০ মে রাতে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের মুলতানপুর গ্রামের ১০ম শ্রেণির ছাত্রী ওই তরুণী নিখোঁজ হন। ওই রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে ঘর থেকে বের হলেও আর ঘরে ফেরেননি। তরুণীর মা ৩ জুন ছাতক থানায় জিডি করেন। এরপর গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই এহতেশাম বড়লেখা থানা পুলিশের সহায়তায় অভিযান চালান। বড়লেখা উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঘরুয়া গ্রামের সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়ি থেকে তরুণীকে উদ্ধার করা হয়। রাতেই তাঁকে ছাতক থানায় নিয়ে আসা হয়। আজ রোববার বিকেলে তরুণীকে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।
তরুণীর স্বীকারোক্তির বরাত দিয়ে পুলিশ জানায়, ফোনে ঘরুয়া গ্রামের বাসিন্দা সৌদি প্রবাসী আব্দুল জলিলের সঙ্গে পরিচয় হয়। এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৩০ মে রাতে তিনি পালিয়ে প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে আশ্রয় নেন। আব্দুল জলিল সৌদিতেই রয়েছেন। নিজের ভুল বুঝতে পেরে তরুণী স্বেচ্ছায় প্রেমিকের ঘর ছেড়ে পুলিশের সঙ্গে চলে আসেন।
ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিন জানান, তরুণীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। তরুণী ও তাঁর পরিবারের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
১ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৫ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুফাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈন উদ্দিন আব্দুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
৯ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
১৯ মিনিট আগে