সিলেট প্রতিনিধি
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পর আগামী রোববার পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটানিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিটি বাহিনী তাদের সদস্যদের মোতায়েন করবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে থাকবেন পুলিশ, আনসার ও গ্রামপুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবেন ১৮ থেকে ১৯ জন সদস্য। তাঁদের মধ্যে পুলিশ আর অঙ্গীভূত আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে। তাঁরা সার্বক্ষণিক ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে আজ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত।
বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। যেকোনো অপরাধের তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন বিচারিক ম্যাজিস্ট্রেটরাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যপরিধিও নির্ধারণ করে দিয়েছেন নির্বাচন কমিশন।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। এরপর ২৮ জুলাই ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনার মধ্যে ভোট গ্রহণ না করতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ৫ আগস্ট পর্যন্ত ভোটের ওপর স্থগিতাদেশ দেন এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার নির্দেশনাও দেন। সেই নির্দেশনার আলোকে ৪ সেপ্টেম্বর ভোটের নতুন তারিখ দেয় নির্বাচন কমিশন।
সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশ) আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী শনিবার।
ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ বৃহস্পতিবার থেকে মাঠে নামছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ভোটের পর আগামী রোববার পর্যন্ত তাঁরা দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন নির্বাচনের রিটানিং কর্মকর্তা সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।
শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান, জাতীয় পার্টির মোহাম্মদ আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখা জানিয়েছে, ইতিমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুযায়ী প্রতিটি বাহিনী তাদের সদস্যদের মোতায়েন করবে।
ইসির পরিকল্পনা অনুযায়ী সাধারণ ভোটকেন্দ্রে থাকবেন পুলিশ, আনসার ও গ্রামপুলিশের ১৭ থেকে ১৮ জন সদস্য। আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিয়োজিত থাকবেন ১৮ থেকে ১৯ জন সদস্য। তাঁদের মধ্যে পুলিশ আর অঙ্গীভূত আনসার সদস্যের কাছে অস্ত্র থাকবে। তাঁরা সার্বক্ষণিক ভোটকেন্দ্রের নিরাপত্তা দেবেন। পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে গঠিত মোবাইল ফোর্স ২১টি, স্ট্রাইকিং ফোর্স ১২টি, র্যাবের ১২টি টিম ও ১২ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে আজ বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত।
বিজিবির সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবিলা, নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত রাখা হবে ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে। যেকোনো অপরাধের তাৎক্ষণিক বিচারকাজ সম্পন্ন করতে দায়িত্ব পালন করবেন বিচারিক ম্যাজিস্ট্রেটরাও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কার্যপরিধিও নির্ধারণ করে দিয়েছেন নির্বাচন কমিশন।
সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে গত ১১ মার্চ মারা যাওয়ায় আসনটি শূন্য হয়। এরপর ২৮ জুলাই ভোটের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু করোনার মধ্যে ভোট গ্রহণ না করতে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত গত ৫ আগস্ট পর্যন্ত ভোটের ওপর স্থগিতাদেশ দেন এবং ৭ সেপ্টেম্বরের মধ্যে ভোট করার নির্দেশনাও দেন। সেই নির্দেশনার আলোকে ৪ সেপ্টেম্বর ভোটের নতুন তারিখ দেয় নির্বাচন কমিশন।
হবিগঞ্জের মাধবপুরে জায়ামাত ইসলামীসহ কয়েকটি ধর্মভিত্তিক দলের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গতকাল রোববার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম ফয়সাল স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়।
৫ মিনিট আগেসীমান্ত এলাকা থেকে প্রায় দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। গতকাল বুধ ও আজ বৃহস্পতিবার সিলেটের গোয়াইনঘাট উপজেলার সংগ্রাম বিওপি, পান্তুমাই বিওপিসহ সিলেটের বিভিন্ন সীমান্তে পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
৯ মিনিট আগেযুবদল নেতা শামীম হত্যার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় করা মামলায় শেখ হাসিনার ফুপাতো ভাই ও সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর ছেলে মঈন উদ্দিন আবদুল্লাহকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জিয়াদুর রহমান কারাগারে পাঠানোর এই ন
১৩ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় জিয়ারুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
২৩ মিনিট আগে