Ajker Patrika

রাজধানীর চক বাজারের পণ্য সিলেটে ‘বিদেশি’ বলে বিক্রি

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ১৫: ১৮
রাজধানীর চক বাজারের পণ্য সিলেটে ‘বিদেশি’ বলে বিক্রি

সিলেটের কয়েকজন অসাধু ব্যবসায়ী রাজধানীর চক বাজার থেকে পণ্য এনে ‘বিদেশি’ বলে বিক্রি করছেন। এমন খবর পেয়ে নগরের বিভিন্ন মার্কেট ও শপিংমলে নকল, ভেজাল ও আমদানি নিষিদ্ধ প্রসাধনী বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আমদানিকারকের হলোগ্রামযুক্ত স্টিকার না থাকায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে নগরের জিন্দাবাজারের শ্যামলী মার্কেটে এই অভিযান পরিচালনা করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ভোক্তা অধিকারের সিলেট  বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্ত বলেন, ‘ঢাকার চক বাজার থেকে পণ্য এনে বিদেশি বলে বিক্রির দায়ে শিফাত ইমিটেশন জুয়েলারিকে ৮ হাজার টাকা, পায়েল ইমিটেশনকে ১০ হাজার, শিউলী কসমেটিকস সেন্টারকে ৫ হাজার টাকা ও মুসকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসব পণ্য মানুষের চামড়ায় নানা ধরনের রোগবালাই সৃষ্টি করে। তাই তাদেরকে জরিমানা করা হয়।’ 

সিলেট নগরীর জিন্দাবাজারের শ্যামলী মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানশ্যামল আরও বলেন, ‘রমজান ও আসন্ন ঈদ ঘিরে সিলেট নগরের বিভিন্ন জায়গায় অনুমোদনহীন ও ভেজাল প্রসাধনী বিক্রির চেষ্টা চলছে। জনস্বার্থে এ সব পণ্য বিক্রির বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।’ 

অভিযানের সময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া, কনজ্যুমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) সদস্য তামান্না আক্তার ও ধীমান ঘোষ। এ ছাড়া র‍্যাব-৯ এর একটি দল অভিযানে সহযোগিতা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত