Ajker Patrika

ওসমানী বিমানবন্দরে ২৮০ বার চোরাই স্বর্ণসহ ৪ যাত্রী আটক 

নিজস্ব প্রতিবেদক, সিলেট
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১৪: ৪৯
ওসমানী বিমানবন্দরে ২৮০ বার চোরাই স্বর্ণসহ ৪ যাত্রী আটক 

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ২৮০ বার চোরাই স্বর্ণসহ ৪ যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ৬টি ডিম সাদৃশ্য লিকুইড স্বর্ণও উদ্ধার করা হয়েছে। আটক ৪ জনই দুবাই থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ ফ্লাইটের যাত্রী। আজ শুক্রবার সকাল ৮টা ৫০ মিনিটে ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতদের মধ্যে দুজন দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার যাত্রী ও দুজন সিলেটের। তারা হলেন—মৌলভীবাজারের জুড়ি উপজেলার পশ্চিম বড়ধামাই নোয়াবাজার এলাকার মোহাম্মদ হাবিবুর রহমান, সিলেটের দক্ষিণ সুরমার ন’ভাগ কামালবাজার এলাকার মোহাম্মদ সানু মিয়া, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চানপুর গ্রামের মিসফা মিয়া ও একই উপজেলার সিকন্দপুর এলাকার মো. আখতারুজ্জামান।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে কাস্টমস ইন্টেলিজেন্স, কাস্টমস ও এনএসআইয়ের যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানের এই স্বর্ণ আটক করা হয়েছে। এ ঘটনায় প্রথমে আটক হওয়া ৯ জনের ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি চারজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে কাস্টমস কর্তৃপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। অভিযানে বিমানের ৩২-জে, ২১-এ বি সি সিটের নিচ থেকে ২৮০টি বড় আকারের স্বর্ণের বার এবং ওয়াশ রুমের ভেতর থেকে ছয়টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়েছে। পরে বিমানটি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেছে।

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগের সহকারী কমিশনার মো. সাজেদুল করিম। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৯ জন যাত্রীকে সাসপেক্ট করি। এর মধ্যে কম বয়সী বাচ্চারাও ছিল। পরে যাচাই-বাছাই শেষে ৫ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।

আটক ৪ জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তারা আমাদের কাস্টডিতে আছেন। তল্লাশি চালিয়ে ২৮০টি স্বর্ণের বার ও ৬টি ডিম সাদৃশ্য লিকুইড স্বর্ণ পাওয়া গেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত