সিলেট প্রতিনিধি
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিদেশ থেকে যাত্রীদের আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চারটি সুপারিশের পর এ সতর্কতা নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলোর সরাসরি যোগাযোগ না থাকলেও যারা আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে দেশে আসবেন তাঁদের স্ক্রিনিংয়ের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে বলা হয়েছে, যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ হয়েছে সেসব দেশ থেকে বাংলাদেশ যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে। সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) কোনো ব্যক্তি এসব দেশে ভ্রমণ করে থাকলে তাঁদের বাংলাদেশে এসে ১৪ দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে থাকতে হবে।
শুধু তাই নয়, করোনা টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে। প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল। অপরদিকে, করোনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনা মূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।
করোনার নতুন ধরন ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পর বিদেশ থেকে যাত্রীদের আসা-যাওয়ায় নিষেধাজ্ঞা নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতা নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় কারিগরি পরামর্শক কমিটির চারটি সুপারিশের পর এ সতর্কতা নির্দেশ দেওয়া হয়।
জানা যায়, বাংলাদেশের সঙ্গে আফ্রিকার দেশগুলোর সরাসরি যোগাযোগ না থাকলেও যারা আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে দেশে আসবেন তাঁদের স্ক্রিনিংয়ের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে বলা হয়েছে, যেসব দেশে ওমিক্রনের সংক্রমণ হয়েছে সেসব দেশ থেকে বাংলাদেশ যাত্রী আগমন বন্ধ করার সুপারিশ করা হচ্ছে। সাম্প্রতিক (বিগত ১৪ দিনে) কোনো ব্যক্তি এসব দেশে ভ্রমণ করে থাকলে তাঁদের বাংলাদেশে এসে ১৪ দিনের ইনস্টিটিউশনাল কোয়ারেন্টিনে থাকতে হবে।
শুধু তাই নয়, করোনা টেস্ট পজিটিভ হলে আইসোলেশন করতে হবে। প্রতিটি পোর্ট অব এন্ট্রিতে স্ক্রিনিং, সামাজিক সুরক্ষা সংক্রান্ত ব্যবস্থা আরও কঠোরভাবে পালন করা (স্কুল-কলেজসহ), চিকিৎসা ব্যবস্থা শক্তিশালী করা ও বিভিন্ন (রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়) সমাবেশে জনসমাগম সীমিত করার সুপারিশ করা হল। অপরদিকে, করোনা পরীক্ষায় জনগণকে উৎসাহিত করার জন্য বিনা মূল্যে পরীক্ষা করার সুপারিশ করা হচ্ছে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদের যেসব নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন করা হবে। আফ্রিকার দেশগুলো থেকে ট্রানজিট নিয়ে বাংলাদেশে প্রবেশ করা প্রত্যেককে স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।
রমজান মাসের শেষ দিকে রাজধানীর যানজট আরও প্রকট হয়েছে; বিশেষ করে অফিস ছুটির পর। ব্যস্ত সড়কগুলোতে যানবাহন এক মিনিট চললে ১৫ মিনিট নিশ্চল থাকছে। ১০ মিনিটের পথ যেতে পার হচ্ছে ঘণ্টা। যানজটে আটকে অফিসফেরত দূরের যাত্রীদের অনেককে বাসার পরিবর্তে পথেই যানবাহনে ইফতার সারতে হচ্ছে। দিনে দিনে জট বাড়ছে।
৭ ঘণ্টা আগেমসলিন, জামদানি, তাঁত, বুটিক, বাটিক, ব্লক, সুতি কিংবা সিল্ক—সব ধরনের শাড়ির সম্মিলনস্থল হিসেবে বেইলি রোডের পরিচিতি অনেক দিনের। যাঁরা শাড়ি পরতে এবং কিনতে ভালোবাসেন, বেইলি রোডের শাড়ির দোকানগুলো তাঁদের কাছে বেশ প্রিয়। দেশের কারিগরদের তাঁতে বোনা হালকা শাড়ির পাশাপাশি ভারতীয় জমকালো শাড়িও মেলে এসব দোকানে।
৮ ঘণ্টা আগেপাবনার আমিনপুর থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে পুরান ভারেঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ এম রফিক উল্লাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ১১ মার্চ থেকে তিনি কারাগারে।
৮ ঘণ্টা আগেবরিশালের ৮টি বালুমহাল বাগিয়ে নিতে ইজারার দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ছাড়া বিভাগীয় কমিশনার কার্যালয়ের বাইরে থেকে একজনকে উঠিয়ে নিয়ে যায় তারা।
৮ ঘণ্টা আগে